এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শহীদ দিবস পালনের অধিকার নেই তৃণমূলের , বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু !

শহীদ দিবস পালনের অধিকার নেই তৃণমূলের , বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  করোনা মহামারীর কারণে দুই বছর ভার্চুয়ালি শহীদ দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে ধর্মতলায় শহীদ দিবস পালন করা হচ্ছে। যদিও বা এই শহীদ দিবসকে নিয়েই এবার তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে শহীদ দিবস পালনের অধিকার তৃণমূলের নেই বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ওরা এর আগেরবার শহীদ দিবস পালন করেছিল। সেটা ভার্চুয়ালি হয়েছিল। তৃণমূলের শহীদ দিবস পালন করার কোনো অধিকার নেই। ভোটের পর থেকে প্রচুর বিজেপি কর্মী মারা গিয়েছেন। হাঁসখালিতে এক যুবতীকে পুড়িয়ে মেরেছে তৃণমূলের নেতা এবং তার গুণধর ছেলে। মমতা ব্যানার্জি পারলে হাঁসখালিতে গিয়ে শহীদ দিবস পালন করুন।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলকে কটাক্ষ করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!