এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সোনালীর পর বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চেয়ে আবেদন হেভিওয়েট নেত্রীর, বাড়ছে জল্পনা!

সোনালীর পর বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চেয়ে আবেদন হেভিওয়েট নেত্রীর, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের আগে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রী যোগদান করতে শুরু করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর তৃনমূল শিবিরে যখন ধ্বস নামতে শুরু করেছিল, তখন বিজেপি অনেকটাই উজ্জীবিত হয়ে গিয়েছিল। তবে তখন থেকেই তৃণমূলের একাংশ দাবি করেছিলেন, রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হবে এবং এখন বিজেপিতে যাওয়া এই সমস্ত নেতা নেত্রীরা আবার দলে ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠবেন।

তবে সেই সময় তৃণমূলের সেই কথা বিশ্বাস করেননি অনেকেই। কিন্তু তৃতীয় বারের জন্য রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ক্ষমতা দখল করেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল নেত্রী। আর সরকার গঠনের কিছুদিনের মাথায় ঘুরতে শুরু করল সেই চাকাটা। তৃণমূলের একাংশ যে দাবি করেছিলেন, এবার সেই সম্ভাবনাই বাস্তব হতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে।

ইতিমধ্যেই তৃণমূলে ফিরতে চেয়ে বিজেপিতে যাওয়া প্রাক্তন বিধায়ক সোনালী গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি আবেদন করেছেন। আর এবার সোনালী গুহর পর তৃণমূল কংগ্রেসে ফিরতে ‌চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলেন সরলা মুর্মু। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মালদহের হবিবপুর বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রার্থী হওয়ার পরেও তিনি এই কেন্দ্রে প্রার্থী হতে চাননি বলে রীতিমত তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় সরলাদেবীকে। পরবর্তীতে গেরুয়া শিবিরের সদরদপ্তরে উপস্থিত হয়ে নারী দিবসের দিন সোনালী গুহর পাশাপাশি এই সরলা মুর্মু যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে।

আর প্রার্থী করার পরেও কিভাবে সরলা মূর্মু বিজেপিতে যোগদান করলেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি তৃণমূলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও অনেকে প্রশ্ন ছুড়ে দেয়। যার ফলে অনেকটাই চাপে পড়ে ঘাসফুল শিবির। তবে এবার সেই সরলা মুর্মু তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

জানা গেছে, সোনালী গুহর পর একই রাস্তায় হেঁটেছেন সরলা মূর্মু। দ্রুত যাতে তাকে তৃণমূল কংগ্রেস গ্রহণ করে, তার জন্য আবেদন করেছেন তিনি। কিন্তু কেন তার এই মোহভঙ্গ, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করবে বলে আশা করেছিলেন এই সমস্ত তৃণমূল ছেড়ে যাওয়া নেতা-নেত্রীরা। কিন্তু তাদের সেই আশায় জল পড়ে গিয়েছে। তাই এখন আবার তারা তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চাইছেন।

তবে তৃণমূলের একাংশ অবশ্য বলছেন, বিপদের সময় যারা দলের পাশে ছিল না, তাদেরকে নেওয়া উচিত হবে না। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোনালী গুহর পর সরলা মূর্মুর ফিরতে চেয়ে এই আবেদন কতটা গ্রাহ্য হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, একের পর এক বিজেপি থেকে তৃণমূলে ফিরতে আগ্রহী নেতা নেত্রীদের নিয়ে কি সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!