এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > সকাল থকেই রয়েছে আকাশের মুখ ভার ! আশঙ্কা বাড়িয়ে বেলা বাড়ার সাথেই জমছে মেঘ ! কেমন থাকবে আজকের আবহাওয়া?

সকাল থকেই রয়েছে আকাশের মুখ ভার ! আশঙ্কা বাড়িয়ে বেলা বাড়ার সাথেই জমছে মেঘ ! কেমন থাকবে আজকের আবহাওয়া?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় মুখ ভার করে রেখেছে আকাশ ।  পুজোর মরশুমে এই বৃষ্টির পরিবেশ হওয়াতে চড়ম অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ সেই সাথে কেড়ে নিচ্ছে পুজোর আনন্দকে । হাওয়া অফিস থেকে পূর্বাভাস দেয়া হয়েছিল যে নবমী ও দশমীর দিনে  বৃষ্টিপাত হতে পারে আর সেই আশঙ্কাই সত্যি করে আকাশে জুড়ে জমে রয়েছে মেঘ যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ।  তবে সকাল বেশ  কিছু  জায়গায় বিক্ষিপ্ত এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে । পাশাপাশি দশমীর দিনে রাজ্যের চার জেলায় ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে । আজ নবমীতে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টি সংখ্যা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । যদিও আজ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ বঙ্গের জেলা গুলি অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ,পূর্ব পশ্চিম বর্ধমানে ।

 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে আকাশে মেঘ বাড়ার প্রবণতা সেইসঙ্গে গুরুগম্ভীর  মেঘর গর্জন ।  নবমীর দিনে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে এমনটাই জানা গেছে হাওয়া অফিস সুত্রে ।  তবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে নবমী ,দশমীর দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাত হবে কারণ ইতিমধ্যেই আন্দামান সাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে । যার জন্যই নবমী ও দশমীর দিনের  পূজার আনন্দ কে মাটি করে দিল বলে মনে করছেন সকলেই ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!