এখন পড়ছেন
হোম > জাতীয় > সলিসিটর জেনারেল ও শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে ব্যাপক তোলপাড় রাজনীতিতে, একের পর এক তোপ তৃণমূলের

সলিসিটর জেনারেল ও শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে ব্যাপক তোলপাড় রাজনীতিতে, একের পর এক তোপ তৃণমূলের

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সলিসিটর জেনারেল তুষার মেহেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে তীব্র প্রতিবাদ তৃণমূলের। গত বৃহস্পতিবার নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী ও সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে ব্যাপক তোলপাড় শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। নারদ কান্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে নারদ কান্ডে সিবিআইয়ের আইনজীবীর সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ট্যুইট করে জানিয়েছেন যে, মাননীয় তুষার মেহেতাকে আরেকবার তিনি অনুরোধ করছেন যে, ভালো করে তিনি ভাবুন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন কিনা? নারদ মামলার এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ কি রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা নয়? সে ক্ষেত্রে কেন গ্রেফতার করা হবে না? অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এ বিষয়ে কটাক্ষ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ে গতকাল টুইট করে জানান যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। যা কখনোই বিশ্বাস করা সম্ভব নয়। তুষার মেহেতার বাড়ির সিসি টিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি করেছেন তিনি। কোন অ্যাপোএনমেন্ট ছাড়াই কিভাবে শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? প্রশ্ন করা হয়েছে।

আজ আবার টুইট করে সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন যে, ৭২ ঘন্টা সময় পেরিয়ে গেছে, কিন্তু মাননীয় সলিসিটর জেনারেল তুষার মেহেতা তাঁর বক্তব্যের সমর্থনে কুড়ি মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে ব্যর্থ হয়েছেন। আত্মপক্ষ সমর্থন করছেন তিনি। তিনি ভারতের সলিসিটর জেনারেল নন, তিনি হলেন বিজেপির সিক্রেট জেনারেল।

সলিসিটার জেনারেল তুষার মেহেতার অপসরণের দাবি করে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে তাঁর অপসরণের দাবি করা হয়েছে। যদিও সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন যে, তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোন সাক্ষাৎ হয়নি। শুভেন্দু অধিকারীও জানিয়েছেন যে, সলিসিটর জেনারেলের সঙ্গে তাঁর কোন বৈঠক হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!