এখন পড়ছেন
হোম > অন্যান্য > ব্রণর সমস্যায় ভুগছেন? এখন সহজে ঘরোয়া পদ্ধতিতেই নিরাময় করুন।

ব্রণর সমস্যায় ভুগছেন? এখন সহজে ঘরোয়া পদ্ধতিতেই নিরাময় করুন।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ব্রণর সমস্যায় ভুগছে অনেকেই। সমস্ত প্রকার ত্বকে ব্রণর সমস্যা হতে পারে, তবে তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি দেখা যায়। হরমোনের প্রভাবে ত্বকের তৈল গ্রন্থি গুলির অনেক সময় ফুলে ওঠে এবং এর ফলে ত্বকের তৈল গ্রন্থি গুলির মুখ বন্ধ হয়ে যায় এবং ত্বকের উপর থাকা লোমকূপগুলো এর ফলে বন্ধ হয়ে যায়। এর ফলেই তৈরি হয় বিভিন্ন ধরনের ইনফেকশন এবং এই ইনফেকশন এর ফলে ব্রণ কিছু ক্ষেত্রে লাল হয়ে ফুলে ওঠে এবং তাতে ব্যথা-যন্ত্রণা সৃষ্টি হয়।

শরীরের যেকোনো হতে পারে ব্রণ তবে সাধারণত, আমাদের মুখে ব্রণ দেখা যায় বেশি। মুখে ব্রণ হওয়া অনেকেরই সৌন্দর্যের প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়। তবে ব্রণ সাধারণত ত্বকে স্থায়ী দাগ না ফেললেও, ব্রণ তে হওয়া ইনফেকশন দীর্ঘস্থায়ী হলে তার ফলে মুখে এমনকি স্থায়ী দাগও পড়ে যেতে পারে। নানা কারণে ত্বকে ব্রণের সৃষ্টি হতে পারে তবে বয়সন্ধিকালে হরমোনাল পরিবর্তন ব্রণর সৃষ্টির একটি অন্যতম কারণ, যার ফলে বহু অল্প বয়সী টিনেজার ত্বকে ব্রণের ব্রণের সমস্যায় ভোগে।

এছাড়াও যাদের ত্বক তৈলাক্ত তারা ব্রণর সমস্যায় ভোগে। ত্বকের তৈল গ্রন্থি গ্রন্থি গুলি থেকে অতিরিক্ত তৈল ও নিঃসরণ নিঃসরণ হয় যেসব মানুষের অর্থাৎ যাদের তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগে তাদের ক্ষেত্রে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ, ওই অতিরিক্ত তৈল ত্বকের উপর জমাট বাঁধে এবং এর ফলে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। বন্ধ লোমকূপে জীবাণুর সংক্রমণ ঘটে এবং তার ফলে ব্রণ সৃষ্টি হয়।

এছাড়াও অনেক সময় মহিলাদের ক্ষেত্রে মাসিক ঋতচক্রের সময় গুলিতে কিছু হরমোনাল পরিবর্তন ঘটে যার ফলে ব্রণ দেখা দায়। মহিলাদের ক্ষেত্রে গর্ভনিরোধক বড়ি ব্যবহারও তাদের শরীরে নানান হরমোনাল পরিবর্তন করে, তাই এর ফলেও ব্রণ সৃষ্টি হয়। গর্ভাবস্থায় থাকা মেয়েদেরও ব্রণ দেখা যায় সাধারনত। তবে এসব ছাড়াও অতিরিক্ত মানুষিক চাপ থেকেও অনেক সময় ব্রণ হয়। আবার অনেক সময় বংশগত ধারাই দায়ী ব্রণর জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ব্রণ নানান সমস্যা করলেও, সহজেই কিছু ঘরোয়া পদ্ধতিতেই ব্রণ নিরাময় সম্ভব। আসুন দেখে নিই এক নজরে ব্রণ নিরাময়ের কিছু ঘরোয়া পদ্ধতি।

১) রাতে শোয়ার আগে, সবুজ মেথি পাতা বেটে ব্রণর উপর লাগিয়ে শুলে সারা রাত রাখলে ব্রণ থেকে মুক্তি ঘটে।

২) যাদের ত্বক তৈলাক্ত, তারা চন্দন বাটার সাথে গোলাপ জল মিশিয়ে সেটা ব্রণর উপর লাগিয়ে এক ঘন্টা রেখে, তারপর ধুয়ে নিলে উপকার পেতে পারেন।

৩) যাদের ত্বক রুক্ষ, তারা চন্দন বাটার সাথে, কয়েক ফোঁটা দুধ মিশিয়ে সেটা ব্রণর উপর লাগিয়ে এক ঘন্টা রেখে, তারপর ধুয়ে নিলে উপকার পেতে পারেন।

৪) সবুজ সতেজ কারি পাতা বেটে, মুখে লাগিয়ে সারা রাত রাখলে এবং সকালে ঈষৎ উষ্ণ জলে ধুয়ে নিলে উপকার পাওয়া পেতে পারেন।

৫) এক টেবিল চামচ ধনেপাতা বাটার সাথে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে, ব্রণর উপর লাগিয়ে সারা রাত রেখে দিয়ে পরদিন সকালে ভালোভাবে ধুয়ে নিলে উপকার পেতে পারেন।

৬) জায়ফল গুঁড়া করে, দুধের সাথে মিশিয়ে ব্রণ এর উপর লাগিয়ে ন্যূনতম ২০ মিনিট থেকে সারা রাত, টানা ১০ ১২ দিন রাখতে পারলে, ব্রণ মিলিয়ে যেতে পারে।

৭) এছাড়াও ব্রণর উপর পাতি লেবুর রস লাগালে উপকার পেতে পারেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!