এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সমাজ বিরোধীদের নিয়ে কড়া অ্যাকশন, “ঘুঘুর বাসা নয়” বড় বার্তা মমতার!

সমাজ বিরোধীদের নিয়ে কড়া অ্যাকশন, “ঘুঘুর বাসা নয়” বড় বার্তা মমতার!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য মালদহে ক্রমাগত বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনার খবর সামনে আসছে। শুধু তাই নয়, সাম্প্রতিককালে খুন হতে হয়েছে তৃণমূলের এক জেলার স্তরের নেতাকেও। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার মালদহের প্রশাসনিক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে সমাজ বিরোধীদের বাড়বাড়ন্ত যাতে কোনোভাবেই না হয়, তা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন মালদহের প্রশাসনিক সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “সীমানা এলাকা দিয়ে যাতে এই রাজ্যে কোনো দুষ্কৃতি ঢুকতে না পারে, সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। জঙ্গি, সমাজ বিরোধীরা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে। তাহলে আমাদের দেশ, সমাজ এবং রাজ্যের জন্য তা প্রচন্ড ক্ষতি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!