এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর ছুটি শেষ হয়ে গেলেও দেখা নেই ‘পূজা বোনাসের’, ক্ষোভে ফুটছেন এই সরকারি কর্মীরা

পুজোর ছুটি শেষ হয়ে গেলেও দেখা নেই ‘পূজা বোনাসের’, ক্ষোভে ফুটছেন এই সরকারি কর্মীরা

প্রায় এক মাসের ছুটির যবনিকা পতন ঘটিয়ে আজ অবশেষে খুলছে বিভিন্ন স্কুল-কলেজ তথা সরকারি দপ্তর। কিন্তু এই পুজোর ছুটি শেষ হয়ে গেলেও এখনও পূজা বোনাসের দেখা পেলেন না রাজ্যের বিভিন্ন কলেজের শিক্ষাবন্ধুরা। আর তার ফলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই অংশের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এই রকমই এক শিক্ষাবন্ধুর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পূজা বোনাসের কথা ঘোষণা করেছিলেন ঈদের সময়ে, অথচ দুর্গাপূজার ছুটি শেষ হয়ে গেলেও আমরা সেই বোনাসের মুখ এখনও দেখলাম না!

তাঁর আরও বক্তব্য, আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে পুজোর আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মত এই বোনাস পাওয়া যায়, তাহলে উৎসবের মরশুমে কিছুটা সুরাহা পাওয়া যায়। কিন্তু, দুঃখের বিষয় ‘ফিন্যান্স ডিপার্টমেন্টের’ গাফিলতির জন্য এখনও পর্যন্ত তা শিক্ষাকর্মী ও শিক্ষাবন্ধুদের হাতে পৌঁছায়নি। দুর্গাপূজা বাঙালিদের কাছে বৃহত্তম উৎসব – সেই পুজোর মরশুমে এই ভাবে বোনাস ঘোষণা করেও তা হাতে না পাওয়া – এই ঘটনা রীতিমত অস্বস্তিকর। এমনিতেই তো দিনের পর দিন ডিএ বা বেতন কমিশন না পেয়ে আমরা মরে আছি প্রায়। তার উপরে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, তার পরিপ্রেক্ষিতে এই সময়ে বোনাসটাও না পাওয়া অসম্ভব কষ্টের।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় ৩০০-এর উপর কলেজ আছে। সেই সমস্ত কলেজের শিক্ষাকর্মী ও শিক্ষাবন্ধুরা বোনাস পেলো না। অথচ, মন রাখতে মুখ্যমন্ত্রী বহুদিন আগে তা ঘোষণা করে দিলেন। মুখ্যমন্ত্রী, পূজা কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দিলে তা রাতারাতি পৌঁছে যায় তাঁদের হাতে – অথচ প্রতি বছরই এই বোনাস নিয়ে বঞ্চিত হতে হয় শিক্ষাকর্মী ও শিক্ষাবন্ধুদের। গত বছর এই বোনাস আমরা পেয়েছিলাম ডিসেম্বর মাসে গিয়ে। শুধু গত বছরই নয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছরই এই ঘটনা আমাদের সঙ্গে ঘটে চলেছে। বিগত বাম সরকারের অনেকেই অনেক দোষ ধরে থাকেন – অথচ, ওই আমলে কিন্তু পূজা বোনাস আমরা সর্বদা সময়মত পূজার আগেই পেয়ে এসেছি। পরিবর্তনের জামানায় – পূজা বোনাস নিয়ে হতাশা ছাড়া আর কিছুই পেলাম না!

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ক্ষোভের সঙ্গে তিনি আরও জানান, প্রতিটি কলেজেই প্রায় গড়ে ৩০-৩৫ জন করে শিক্ষাকর্মী ও শিক্ষাবন্ধু রয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ১০ হাজারের কাছাকাছি। তাঁদের পরিবারের সদস্যসংখ্যা ধরলে, প্রতি বছরেই এইভাবে সময়মত বোনাস না পেয়ে বাঁচিতে সংখ্যাটা প্রায় ৩৫-৪০ হাজার। এমনিতেই, তো এই বোনাসের নামে প্রতি বছর আমাদের কার্যত ‘ভিক্ষার দান’ দেওয়া হয়। এইরকম, অগ্নিমূল্যের বাজারে প্রতি বছর মাত্র ২০০ টাকা করে বোনাস বাড়ানো হয় – যা রীতিমত হাস্যকর। এই বছর সেই বোনাসের পরিমান ছিল ৩,৮০০ টাকা, সেই টাকাও আমরা সময়মত পেলাম না, পরিবর্তনের জামানার অন্যান্য বছরের মতোই। ফলে, রাজ্য সরকার আমাদের মত শিক্ষাবন্ধুদের প্রতি কতটা সহানুভূতিশীল সেই সংশয় ক্রমশই বাড়ছে, একই সঙ্গে বাড়ছে হতাশা!

এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীলের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে তিনি জানান, হ্যাঁ, কলেজের শিক্ষাবন্ধুরা বা শিক্ষাকর্মীরা এই যে বোনাস পান নি সেই খবর আমার কাছেও আছে। তবে, এই রাজ্য সরকারের থেকে এটাই প্রত্যাশিত – নরম মাটিতে আঁচড়াতে সবারই ভালো লাগে। ক্ষমতায়, আসার আগে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলতেন, সরকারি কর্মচারীদের যারা বঞ্চনা করে তাদের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই – আমরা ক্ষমতায় এলে সমহারে সরকারি কর্মীদের ডিএ বা বেতনের ব্যবস্থা করব।

দেবাশিসবাবু আরও বলেন, কিন্তু, প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে উনি এখন সব ভুলে গেছেন! বাম জামানা ছেড়ে দিন – আমাদের রাজ্যে সরকারি কর্মীদের উপর যে বঞ্চনা দিনের পর দিন হয়ে চলেছে ভারতবর্ষের ইতিহাসে কোনো জামানায় কোন রাজ্যে এমন হয় নি। সরকারি কর্মীদের পিঠ এইভাবে দেওয়ালে ঠেকে যাওয়ায় দলমত নির্বিশেষে সমস্ত সরকারি কর্মীদের এক ছাতার তলায় আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই বেতন কমিশন নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামছি। সরকারি কর্মীদের পাওনা ডিএ দেবেন, বেতন কমিশন নিয়ে বছরের পর বছর কাটিয়ে দেবেন, সময়মত ঘোষিত বোনাস দেবেন না – মুখ খুললে বদলি সন্ত্রাস চলবে! এইভাবে তো মানুষ বাঁচতে পারে না! আশা করছি আগামী লোকসভা নির্বাচনের পোস্টাল ব্যালট খুললে সমস্ত শ্রেণীর সরকারি কর্মীদের কাছ থেকে তিনি এর উপযুক্ত পুরস্কার পেয়ে যাবেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!