এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সোমেন মিত্র প্রয়াত হলেও বাংলার আগামী বিধানসভা নির্বাচনে তিনি থাকছেন প্রবলভাবেই!

সোমেন মিত্র প্রয়াত হলেও বাংলার আগামী বিধানসভা নির্বাচনে তিনি থাকছেন প্রবলভাবেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত ৩০ সে জুলাই বাংলার রাজনীতির আকাশে ঘটে গেছে ইন্দ্রপতন। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান কংগ্রেসি ঘরানার রাজনীতিবিদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র ৭৮ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় দখ্খীন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তবে প্রয়াত হলেও, কংগ্রেস দলে সোমেন বাবু যে এখনো সম্মানের সঙ্গে বিরাজ করছেন তারই প্রমান পাওয়া গেল অতি সম্প্রতি গৃহীত কংগ্রেস দলের একটি সিদ্ধান্তে।

সংবাদসূত্রে জানা গেছে যে, বাম ও কংগ্রেস দল তাদের পূর্ববর্তী রাজনৈতিক বৈরিতা ভুলে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যে হাতে হাত ধরে চলবার সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত নাকি সোমেন বাবুরই পরিকল্পিত ছিল। সোমেন বাবু রাজ্য কংগ্রেস দলকে নির্দেশ দিয়েছিলেন যে, বিজেপি ও তৃনমুল দলের বিরুধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিগুলিকে একটি ছাতার তলায় এনে আগামী নির্বাচনে জনগণকে এক নতুন রাজনৈতিক বিকল্পের সন্ধান দিতে।

সম্প্রতি সোমেন বাবুর প্রয়ানের পর তাঁর দেখানো পথেই কংগ্রেস পথ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে। কংগ্রেস হাইকমান্ডের জনৈক প্রতিনিধি তথা এআইসিসি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌরব গগৈ ও বি পি সিংয়ের সঙ্গে বেশকিছু আলাপ- আলোচনার পর্ব সাঙ্গ করে এমনি বার্তা দিলেন রাজ্য কংগ্রেস দলের জনৈক প্রবীণ নেতা ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলার পরেই কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে গৌরব গগৈ এমন সিদ্ধান্ত নিয়েছেন , যা সংবাদসূত্রে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সোমেন বাবুর প্রয়ানের পর কংগ্রেস দলের কোন কোন কর্মকর্তা আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রণনীতির পরিবর্তনের পক্ষেও রায় দিয়েছিলেন। বামের পরিবর্তে অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে যুথবদ্ধ হওয়ার দাবিও জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই সমস্ত দাবিকে অগ্রাহ্য করে প্রদীপ বাবু সহ একাধিক কংগ্রেস নেতা সোমেন বাবুর প্রদর্শিত পথেই যাত্রা করবেন বলে জানালেন। কংগ্রেস হাইকমান্ডও পূর্ণ সমর্থন জানালো এই সিদ্ধান্তকে। এমটাই বিভিন্ন রাজনৈতিক মহলের ধারণা।

প্রসঙ্গত, সোমেন বাবুর পর রাজ্য কংগ্রেস দলের কান্ডারি কে হবেন, সে বিষয়ে এখনো কংগ্রেস তার কোন সিদ্ধান্ত জানায়নি। এই পরিস্থিতিতে গৌরব গগৈ রাজ্য কংগ্রেস দলের বিভিন্ন বর্ষীয়ান নেতাদের সঙ্গে আলাপ আলোচনার পর, রাজ্য কংগ্রেস দলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। এই প্রসঙ্গে রাজ্য কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ রাজ্য কংগ্রেসের অন্যান্য কিছু নেতার সঙ্গেও তিনি কথা বলেছেন।

সংবাদসূত্রে জানা গেছে, এ প্রেক্ষিতে রাজ্য কংগ্রেস নেতাদের সঙ্গে উপযুক্ত আলাপ আলোচনার করেই গৌরব বাবু তাঁর রিপের্ট কংগ্রেস হাইকমান্ডকে জানাবেন। প্রয়াত কংগ্রেস নেতা সোমেন বাবুকে শ্রদ্ধা জানিয়ে এদিন গৌরব বাবু বলেছেন, ” সোমেনদা যে উচ্চতায় রাজনীতি করেছেন, সেখানে পৌঁছনো সত্যি খুব কঠিন। তবে তাঁর কাজ এবং ইচ্ছাকে মর্যাদা দিতে রাজ্য কংগ্রেসের সব নেতা, এমপি, এমএলএ এবং কর্মীকে এগিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!