এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সমবায়ে বড় দুর্নীতির অভিযোগ রাজ্যে! হস্তক্ষেপ জ্যোতিপ্রিয়র!

সমবায়ে বড় দুর্নীতির অভিযোগ রাজ্যে! হস্তক্ষেপ জ্যোতিপ্রিয়র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে এখন রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্রমাগত দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে সরব হলেন গ্রাহকরা। প্রসঙ্গত উল্লেখ্য, হাবরা হাটথুবা সমবায় সমিতিতে প্রায় 5 হাজার 200 জন তাদের টাকা রেখেছিলেন। কিন্তু এখন এই সমবায় সমিতির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে সরব হতে শুরু করেছেন উপভোক্তারা। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, মঙ্গলবার টাকা ফেরতের দাবিতে সমবায় ব্যাংকের সামনে লাইন দিতে দেখা যায় গ্রাহকদের। যেখানে টাকা ফেরতের দাবি জানান তারা। আর এই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন হাবরার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বস্তুত, সমবায় সমিতির দুর্নীতি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল বামফ্রন্ট এবং বিজেপিকে।

যেখানে এই দুই বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে, দুর্নীতির সঙ্গে তৃণমূলের একাংশ জড়িত কিন্তু এদিন সমবায় সমিতির গ্রাহকরা যেভাবে টাকা ফেরতের দাবিতে পথে নামতে শুরু করলেন, তাতে তৃণমূল কংগ্রেস আরও চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সমবায় সমিতির নামে ও বেনামে বহু সম্পত্তি রয়েছে। প্রায় 9 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। সব সম্পত্তি সমবায় সমিতির নাম করে বিক্রির ব্যাবস্থা করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাবস্থা করা হচ্ছে। যারা অত্যন্ত গরিব, এই মূহুর্তে অল্প অল্প করে শুধু তাদের হাতেই টাকা তুলে দেওয়া হবে। 5 দিন করে গ্রাহকদের এই টাকা দেওয়া হবে। যাদের 1 বছর বা তার বেশি সময়ের জন্য টাকা জমা ছিল তাদের পরে দেওয়া হবে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। আমরা প্রতারকদের পাশে আছি।” স্বভাবতই এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যেভাবে খাদ্যমন্ত্রীকে ময়দানে নামতে হল, তাতে পরিস্থিতি কবে আয়ত্তে আসবে, সেটাই এখন দেখার বিষয়। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!