এখন পড়ছেন
হোম > জাতীয় > সমস্যা বাড়ছে, শান্তির বার্তা ভারতের! কি বললেন রাজনাথ!

সমস্যা বাড়ছে, শান্তির বার্তা ভারতের! কি বললেন রাজনাথ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ব্যাপক সমস্যা তৈরি হয়েছে ইউক্রেনে। যুদ্ধের পরিস্থিতিতে ভারত থেকে ইউক্রেনে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আর এমতাবস্থায় শান্তির বার্তা দিল ভারতবর্ষ। যেখানে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য যে যথেষ্ট চিন্তিত কেন্দ্রীয় সরকার, সেই বিষয়টি স্পষ্ট করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সূত্রের খবর, এদিন বারানসীর সেবাপুরীতে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। আর সেখানেই এই ব্যাপারে একটি মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, “ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে‌। তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে বিমানগুলো অবতরণ করতে পারছে না। ভারত শান্তি চায়। দেশের আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত এবং যুদ্ধ কোনো অবস্থাতেই কাম্য নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্য রেখে রাজনাথ সিং ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিতে চাইলেন। পাশাপাশি ইউক্রেনে থাকা ভারতীয়দের পাশেও যে গোটা দেশ আছে,তা স্পষ্ট করলেন প্রতিরক্ষা মন্ত্রী বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!