এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সম্পত্তি বৃদ্ধি নিয়ে তৃণমূলকে কটাক্ষ হেভিওয়েট বাম নেতার, জেনে নিন!

সম্পত্তি বৃদ্ধি নিয়ে তৃণমূলকে কটাক্ষ হেভিওয়েট বাম নেতার, জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আদালতের একটি নির্দেশে রাজ্যের শাসকদলের 19 জন প্রভাবশালী নেতা-মন্ত্রীদের অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। যেখানে তাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলায় ইডিকে পক্ষ করা হয়েছে। আর এই বিষয় নিয়ে তাদের কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তবে পাল্টা এদিন শাসকদলের মন্ত্রীরা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বাম এবং কংগ্রেসের অনেক নেতাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছেন। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের সেই বক্তব্যের জবাব দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাম নেতা অশোক ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে অশোক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই হেভিওয়েট বাম নেতা বলেন, “এই সরকারের আমলে সব জায়গায় চুরি হচ্ছে। এটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা 34 বছর সরকারে ছিলাম। আমি 20 বছর মন্ত্রী ছিলাম। তারপর বিধায়ক ছিলাম, শিলিগুড়ি পৌরসভার মেয়র ছিলাম। আমাদের সম্পত্তির হিসাব তো সবাই জানে।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত তৃণমূলের আত্মপক্ষ সমর্থনের বার্তাকে কটাক্ষ করলেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!