এখন পড়ছেন
হোম > রাজ্য > সমুদ্রের ধারে কাছে নো এন্ট্রি, বকখালিতে চূড়ান্ত তৎপর প্রশাসন! জেনে নিন!

সমুদ্রের ধারে কাছে নো এন্ট্রি, বকখালিতে চূড়ান্ত তৎপর প্রশাসন! জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ঘূর্ণিঝড় দানার আতঙ্কে রীতিমত ঘুম উড়ছে সাধারণ মানুষদের। ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তি সর্তকতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেদিন থেকে এই ঘূর্ণিঝড়ের খবর পাওয়া যাচ্ছে, সেদিন থেকেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। সমুদ্রের আশেপাশে যাতে কেউ না আসে, তার জন্য করা হচ্ছে মাইকিং। আর এবার বকখালিতেও প্রশাসনের চূড়ান্ত তৎপরতা নজরে এলো।

সূত্রের খবর, এদিন সকাল থেকেই বকখালিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। সমুদ্রের ধারে কাছে যাতে কেউ না আসতে পারে, তার জন্য মাইকের মধ্যে দিয়ে সকলকে সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমুহূর্তে নজরদারি রাখছে প্রশাসন। অর্থাৎ বিপদ থেকে মানুষকে বাঁচাতে এবং পর্যটকরা যাতে কোনোভাবেই সমুদ্রের পাশে না আসে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই সক্রিয়তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!