এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > সোনা পাচার কাণ্ডে জেরবার রাজ্য সরকার! এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বিরোধীরা? চূড়ান্ত জল্পনা

সোনা পাচার কাণ্ডে জেরবার রাজ্য সরকার! এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বিরোধীরা? চূড়ান্ত জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেরল বিধানসভা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল চাপানউতোর। সম্প্রতি তিরুবন্তপুরম এক কূটনৈতিক কার্গো বিমান থেকে 30 কিলোগ্রাম চোরাই সোনা আটক করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কেরালায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। তবে শুধুমাত্র চোরাই সোনা ধরা পড়ার কারণে এই বিতর্ক শুরু হয়নি, বিতর্কের মূল কারণ এই সোনা পাচার পিছনের চক্র এবং তাঁদের সঙ্গে সরকারি আধিকারিকদের যে যোগাযোগ সামনে আসছে তার জেরেই আরো কৌতূহলের জন্ম দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এই সোনা পাচার কাণ্ডে ইতিমধ্যে বেঙ্গালুরু থেকে স্বপ্না সুরেশ এবং সন্দীপ নায়ার নামের দুই প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং তাদের এনআইএ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে এই সোনা পাচার কান্ড সামনে আসার সাথে সাথেই কেরালার পিনারাই বিজয়ন সরকারের গদিও যে টলোমলো সে কথা এক বাক্যে মেনে নিচ্ছে সবাই। এই ঘটনায় কংগ্রেস ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তাঁরা পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব নিয়ে আসবে এবং পিনারাই বিজয়নের ইস্তফার দাবি জানাবে।

কেরল কংগ্রেসের অভিযোগ, এই সোনা পাচার কাণ্ডের সঙ্গে সরাসরি যোগ রয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এর কার্যালয়ের আধিকারিকদের। এ প্রসঙ্গে UDF এর আহ্বায়ক বেনি বেহনন জানিয়েছেন, কেরল কংগ্রেস বিধানসভার স্পিকার শ্রীরামকৃষ্ণের বিরুদ্ধে প্রস্তাব পেশ করবে এবং তাঁর পদত্যাগ দাবি করবে। এর যুক্তি হিসাবে বেনি বেহনন জানিয়েছেন, সোনা পাচারকারীদের মধ্যে একজনের সঙ্গে স্পিকারের যোগ রয়েছে। আর সে কারণেই স্পিকার পদ থেকে সরে যাওয়া একান্তই দরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই সম্পূর্ণ কার্যকলাপের দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস নেতা রমেশ চেন্নিথলাকে বলে জানা গেছে। অন্যদিকে বেনি বেহনন আরো জানান, সোনা পাচারকারী অভিযুক্তদের বাঁচানোর মামলা এখন প্রত্যক্ষভাবে সামনে আসছে। শুধু তাই নয়, প্রাক্তন আইটি সচিব যিনি মুখ্যমন্ত্রীরও সচিব ছিলেন একসময়, তাঁর সাথেও অভিযুক্তদের যোগাযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে। আর সে কারণেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ইস্তফা দাবি এবং এই ঘটনার বিরোধিতা চলবে বলে জানানো হয়েছে বিরোধী শিবির কংগ্রেস ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এর তরফ থেকে।

তবে কেরল রাজনীতিতে সোনা পাচার কান্ড সামনে আসার সাথে সাথে দেশজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে কেরালায় পিনারাই বিজয়ন সরকার আরও চাপে পড়েছেন কারণ তাঁর বিভিন্ন অনুষ্ঠানে এই অভিযুক্ত সোনা পাচারকারীদের উপস্থিত থাকার ছবি প্রকাশ্যে আসায়। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবিরের লক্ষ্য থাকবে কেরালার সরকার ফেলার। আপাতত এই চাঞ্চল্যকর ঘটনার মোড় কোনদিকে নেয়, সেদিকেই এখন লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!