এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিনোদন > সামনে এল সোনালী বেন্দ্রের সাম্প্রতিকতম ছবি – দেখলে চোখ ফেটে জল আসবে আপনারও

সামনে এল সোনালী বেন্দ্রের সাম্প্রতিকতম ছবি – দেখলে চোখ ফেটে জল আসবে আপনারও


বলিউডের অন্যতম স্বপ্নসুন্দরী সোনালী বেন্দ্রে ক্যান্সারে আক্রান্ত। আর এই খবর তাঁর পরিচালক স্বামী গোল্ডি বহেল সামনে আনতেই প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিলেন তাঁর অগণিত ভক্তকুল। কিন্তু তাঁদের আশ্বস্ত করে গতকালই গোল্ডি ট্যুইট করে জানান – ভালো আছেন সোনালী, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধীরে ধীরে।

আর আজ বন্ধুত্ত্বের বিশেষ দিনে নিজের সাম্প্রতিকতম নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। কিছুদিন আগে তাঁর সর্বশেষ ছবিতে দেখা গিয়েছিল – লম্বা চুল কেটে ছোট করে দিয়েছিলেন তিনি। আর এবার চিকিৎসার প্রয়োজনে কেমোথেরাপির জন্য নিজের সব চুল কেটে দিয়েছেন তিনি। সেই ছবিই তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় – সঙ্গে ক্যাপশন দিয়েছেন – বাল্ড ইস বিউটিফুল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত, সোনালী বেন্দ্রের অসুস্থতার খবর পেয়ে তাঁর গুণমুগ্ধ ভক্তদের পাশাপাশি হতবাক হয়ে যান বলিউডের নামী-দামী অভিনেতা-অভিনেত্রীরা। অনেকেই তাঁকে এই কঠিন সময়ে সাহস জোগাতে পাশে দাঁড়ান প্রকাশ্যেই। আর এবার বন্ধুত্ত্বের দিনে তাঁর পাশে থাকার বার্তা নিয়ে তাঁর প্রিয় দুই বান্ধবী – সুজান খান ও গায়ত্রী ওবেরয় পারি দেন সুদূর নিউ ইয়র্ক, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

আর সুজানের প্রাক্তন স্বামী তথা সোনালী বেন্দ্রের আরেক কাছের বন্ধু হৃত্বিক রোশনও যান সেখানে। আর তারপরে তিন বন্ধুকে পাশে বসিয়ে তিনিই তোলেন ছবিটি। যা পরে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জীবনবোধকে আরও চাঙ্গা করে তুলছেন একসময়ের অত্যন্ত জনপ্রিয় এই নায়িকা। বন্ধুত্ত্বের দিনে এত দূর থেকে গিয়ে বন্ধুরা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন – তাতে বেশ খোশমেজাজেই রয়েছেন নব্বইয়ের দশকে বহু যুবকের হৃদয়ে ঝড় তোলা এই নায়িকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!