এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > সোনার বাংলা গড়ার দাবিকে ধাপ্পাবাজি বলে অভিহিত করলেন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতা, জল্পনা তুঙ্গে

সোনার বাংলা গড়ার দাবিকে ধাপ্পাবাজি বলে অভিহিত করলেন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতা, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরের আবার অস্বস্তি। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিজেপি শিবিরে কিন্তু প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ হয়েছিল। এবং সেই অন্তর্কলহে যে বিশেষ কোনো চ্ছেদ পড়েনি, তা আবারও প্রমাণিত হলো। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছিল গেরুয়া শিবিরের তান্ডব। 

কোথাও পার্টি অফিস জ্বলানো হয়েছে, কোথাও রাস্তা অবরোধ হয়েছে, কোথায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ হয়েছে। বারংবার যা রাজ্য বিজেপি শিবিরকে তীব্র অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে। এবার আবারও  সেরকমই পরিস্থিতির সম্মুখীন রাজ্য বিজেপি গেরুয়া শিবিরের বিভিন্ন প্রতিশ্রুতিসমৃদ্ধ ইস্তেহার প্রকাশের পর।

গতকাল বিজেপির ইস্তেহার প্রকাশ পেয়েছে, যেখানে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এই সোনার বাংলা গড়া নিয়েই সন্দেহ প্রকাশ বিজেপি শিবিরেরই নেতার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এক বিজেপি নেতা গেউয়া শিবিরের সোনার বাংলা গড়া নিয়ে এমন একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। 

সম্প্রতি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের 2019 এর বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস একটি ফেসবুক পোস্ট করেন। যেখানে তিনি নিজেই গেরুয়া শিবিরের সোনার বাংলা গড়ার দাবিকে বলে গিমিক বলে অভিহিত করেছেন। পোষ্টটি নজড়ে আসার সাথে সাথে শুরু হয়ে গেছে রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা।

যদিও পোষ্টদাতা এই পোস্ট পরে ডিলিট করে দেন। কিন্তু তাতে এই পোষ্টের ছড়িয়ে-পড়া তিনি আটকাতে পারেননি। যদিও বিষয়টি সামনে আসার পর গেরুয়া শিবির বর্তমানে সেটিকে চক্রান্তের নাম দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির প্রায় প্রত্যেকটি ছোট বড় নেতার মুখে শোনা গেছে সোনার বাংলা গড়ার কথা। তাই নিয়ে কটাক্ষ কম হচ্ছেনা বিরোধী শিবিরে। কিন্তু দেখা যাচ্ছে, কার্যত রাজ্য বিজেপি নেতা কর্মীরা এই সোনার বাংলা গড়ার বিষয়ে বিশেষ আত্মবিশ্বাসী নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেকথা প্রমাণিত হলো দলের প্রার্থী হয়েছেন এমন হেভিওয়েট বিজেপি নেতা সোনার বাংলা গড়ার দাবিকেই যখন ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন সবার সামনে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত বিজেপি নেতা পরেশচন্দ্র দাসের ফেসবুক পোস্ট হওয়ার পরেই সেখানে ভুরিভুরি লাইক কমেন্ট পড়তে শুরু করার পর তাঁর টনক নড়ে এবং তিনি পোস্ট ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। পোস্টটির স্ক্রিনশট নিয়ে ছড়িয়ে পড়ে সর্বত্র। যথারীতি এই পোস্টের সুযোগ নিতে ইতিমধ্যে অন্যান্য দলগুলো ময়দানে নেমে পড়েছে।

ঘটনার প্রতিক্রিয়া হিসেবে এখনো পর্যন্ত পরেশচন্দ্র পাল বা পূর্ব বর্ধমান জেলার কোন বিজেপি নেতাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের অন্দরে যে ভালো মতনই চিড় ধরেছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গেরুয়া শিবিরের একাংশ ঘটনাটিক্র চক্রান্তের নাম দিয়েছে। তবে কে বা কারা চক্রান্ত করেছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ভোটের আবহে এই ঘটনাটি নিয়ে  যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হবে, সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!