এখন পড়ছেন
হোম > জাতীয় > সংবাদপত্রের অফিসে হানার পরেই মমতার বিরোধিতা নিয়ে প্রশ্ন, তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য!

সংবাদপত্রের অফিসে হানার পরেই মমতার বিরোধিতা নিয়ে প্রশ্ন, তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসের আয়কর হানা দেওয়া হয়। আর তারপরেই গোটা বিষয়টি নিয়ে সরব হতে দেখা যায় দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। এক্ষেত্রে অন্যান্যদের পাশাপাশি এই গোটা বিষয়ে টুইট করে “গণতন্ত্রের ওপর আঘাত” বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল নেত্রী সহ যে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা বিষয়টি নিয়ে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে, তারা এখন অনেকটাই চাপের মুখে পড়ে গেলেন। যেখানে তদন্ত করতে গিয়ে এই দৈনিক সংবাদপত্রের বিরুদ্ধে উঠে এলো বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, ছয় বছরে 700 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এই সংবাদপত্রের বিরুদ্ধে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর দপ্তরের পক্ষ থেকে হানা দেওয়া হয়। আর তারপরেই গোটা বিষয়টি নিয়ে সরব হতে দেখা যায় দেশের একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। কেন্দ্রের পক্ষ থেকে গণতন্ত্রের ওপর এইভাবে কণ্ঠরোধ করা হচ্ছে বলে সরব হন একাধিক নেতা-নেত্রী। যার ফলে অনেকটাই চাপে পড়ে যায় আয়কর দপ্তর থেকে শুরু করে কেন্দ্রের বিজেপি সরকার। তবে এবার তাদের সেই বিরোধীতা নিয়েই উঠে গেল বড় প্রশ্ন। যেখানে তদন্তের পরই দৈনিক ভাস্কর নামে সংবাদ সংস্থা ছয় বছরের 700 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বর্তমানে বিভিন্ন বিষয়কে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে। এক্ষেত্রে সবথেকে বেশি সরব হতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে তার সরব হওয়ার ঘটনা বিজেপিকে অনেকটা চাপে ফেলে দিয়েছিল। কিন্তু যাদের জন্য সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্তে সেইসংবাদ সংস্থার বিরুদ্ধে উঠে এলো বিস্ফোরক তথ্য। যার ফলে এতদিন এই সংবাদসংস্থার হয়ে গলা ফাটানো তৃণমূল নেত্রীর ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একাংশ কটাক্ষ করে বলছেন, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো সবসময় দুর্নীতিকে আশ্রয় দেয়। আর সেই কারণে দুর্নীতি পরায়ন সংস্থাগুলোর বিরুদ্ধে কেন্দ্র পদক্ষেপ নেওয়ার সাথে সাথে তাদের গাত্রদাহ হতে শুরু করেছিল। তদন্তের মধ্যে দিয়ে আরও একবার আয়কর দপ্তর এবং কেন্দ্রীয় সরকার যে ঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, তা স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন তারা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!