সংবিধান বিরোধী” বিধানসভার শপথ নিয়ে গর্জে উঠলেন তাপস! কি বললেন বিজেপি নেতা? কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 6, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে নিয়ম কানুন কিছুই মানেন না এবং তার কথাতেই যে বিধানসভাও চলছে, তা গতকালই স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই সংবিধানকে লংঘন করা হয়েছে রাজ্যপালের নির্দেশ অমান্য করে। এমনকি রাজভবনের পক্ষ থেকেও ডেপুটি স্পিকারের বদলে কেন স্পিকার শপথ গ্রহণ করালেন, সেই প্রশ্ন তুলে রাষ্ট্রপতির কাছেও রিপোর্ট পাঠানো হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে দীর্ঘদিন পরিষদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ বিজেপি নেতা তাপস রায় বললেন ভয়ংকর কথা। যেখানে তিনিও তুললেন সংবিধান লঙ্ঘনের অভিযোগ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে তাপস রায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এটা একেবারেই সংবিধান বিরোধী। এটা করা যায় না। কারণ রাজ্যপাল তিনি কাউকে এর দায়িত্ব দিতে পারেন। তিনি তো দিয়েছেন ডেপুটি স্পিকারকে দায়িত্ব। সেই জায়গায় লংঘন করা মানে সংবিধানকে অমান্য করা।” অর্থাৎ গতকাল শপথ গ্রহণ নিয়ে বিধানসভায় যে ঘটনা ঘটেছে, এবার তাকে সংবিধান বিরোধী বলে আক্রমণ করতে দেখা গেল তাপস রায়কেও। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -