এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংঘাতের মাঝেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক, বাড়ছে জল্পনা!

সংঘাতের মাঝেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যপালের চেয়ারে বসার পর থেকেই সরকারের বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে মন্তব্য করতে শুরু করেন জগদীপ ধনকার। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, রাজ্যপাল সরকারের বিরুদ্ধে মন্তব্য করার সাথে সাথেই পাল্টা কটাক্ষ আসতে শুরু করে সরকারের পক্ষ থেকে। যেখানে রাজ্যপালকে “পদ্মপাল” বলে আক্রমণ করতে শুরু করেন তৃণমূলের একাংশ।

আর এই পরিস্থিতিতে নির্বাচনের আগে যখন বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত চরমে উঠতে দেখা যাচ্ছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে দেখা গেল রাজ্যপাল জাগদীপ ধনকারকে। যে বৈঠককে কেন্দ্র করে এখন রীতিমত জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, বৃহস্পতিবার বইলারে কর্মীসভা থেকে সরাসরি রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় একঘন্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাকে। স্বাভাবিক ভাবেই যে রাজ্যপালের সঙ্গে সরকারের ক্রমশ দূরত্ব বাড়তে দেখা গিয়েছিল, তার সঙ্গে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে কেন্দ্র করে রীতিমত গুঞ্জন বাড়তে শুরু করে। ঠিক কি কি বিষয়ে আলোচনা হল রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, নির্বাচনের আগে রাজ্যের এক মন্ত্রী বোমার আঘাতে আক্রান্ত হয়েছেন। যার ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। অনেকে বলতে শুরু করেছেন, রাজ্যের সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে আলোচনা হওয়ার মধ্যে কোনো অস্বাভাবিক ব্যাপার নেই। কিন্তু রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত কার্যত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কখনও রাজ্যপালকে, আবার রাজ্যপালের পক্ষ থেকে কখনও সরকারকে কড়া ভাষায় আক্রমণ করা হয়। তবে হঠাৎ করেই সেই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ এবং দীর্ঘক্ষন বৈঠক নয়া সমীকরণের সৃষ্টি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তাহলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হল, নাকি সংঘাতের আবহের সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী! তবে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকে ঠিক কী কী বিষয় উঠে এল, এখন তার রহস্য উন্মোচনেই ব্যস্ত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!