এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংগঠন মজবুতে বড় পদক্ষেপ, আজ থেকেই শুরু হচ্ছে অভিষেকের বৈঠক!

সংগঠন মজবুতে বড় পদক্ষেপ, আজ থেকেই শুরু হচ্ছে অভিষেকের বৈঠক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই তার আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে এবং সংগঠনকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে প্রত্যেকটি জেলাকে নিয়ে ধাপে ধাপে বৈঠক করতে ময়দানে নেমে পড়লো তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মূলত আজ থেকেই কলকাতায় বিভিন্ন জেলাকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর।

সূত্রের খবর, আজ দুপুরে উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়িকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৃণমূলের অন্যান্য শীর্ষস্তরের নেতা নেত্রীরা সেই বৈঠকে থাকবেন বলে খবর। মূলত সেই বৈঠকে জেলাস্তরের নেতাদের কাছ থেকে সাংগঠনিক কাজকর্মের খোঁজ নেওয়া হবে। পাশাপাশি আগামী দিনে কিভাবে সংগঠন চলবে, সেই ব্যাপারেও আলোচনা হবে বলে খবর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!