এখন পড়ছেন
হোম > জাতীয় > সংঘাতের মাঝেই আজ অবসর নিচ্ছেন আলাপন, পরবর্তী মুখ্যসচিব নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের!

সংঘাতের মাঝেই আজ অবসর নিচ্ছেন আলাপন, পরবর্তী মুখ্যসচিব নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই আজ কর্ম জীবনের শেষদিন রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিক ভাবেই একদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত যেমন সামনে এসেছে, ঠিক তেমনই রাজ্যের পরবর্তী মুখ্যসচিব কে হবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এই পরিস্থিতিতে রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের নাম সামনে চলে এল। জানা গেছে, রায় পরবর্তী মুখ্যসচিবের দায়িত্ব নিচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বাভাবিক ভাবেই বর্তমান মুখ্যসচিবের কার্যভার শেষ হওয়ার দিনে যখন বিতর্ক চরমে, তখন পরবর্তী মুখ্যসচিবের নাম সামনে চলে এল।

বস্তুত, সম্প্রতি কলাইকুন্ডাতে দুর্যোগ পরবর্তী বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কিছুক্ষণের জন্য সময় নিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সাথে করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা দিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি চেয়ে কেন্দ্রের চাকরিতে যোগদান করার জন্য রাজ্যকে একটি নোটিশ দেওয়া হয়।

স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে করোনা পরিস্থিতি সহ আরও একগুচ্ছ কারণে মুখ্যসচিবের পদে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাখতে চেয়ে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিল রাজ্য সরকার, সেখানে কেন কেন্দ্র সেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন।

একাংশ বলেন, এটা কেন্দ্রের প্রতিহিংসাপরায়ন আচরণ। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে 31 তারিখ সকাল দশটার মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পৌঁছতে হবে বলে জানিয়ে দেয়। যদিও বা দিল্লি যাননি রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে আজ রাজ্যের বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙ্গা হয়েছে বলে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে অবসর নেওয়ার দিনে যখন বিতর্ক ক্রমশ গ্রাস করেছে রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, তখন রাজ্যের পরবর্তী মুখ্যসচিবকে হবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বিশেষ সূত্র খবর, রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব, আইএএসক্যাডার হরিকৃষ্ণ দ্বিবেদী।

অর্থাৎ সংঘাতের মাঝে রাজ্যের পরবর্তী মুখ্যসচিব কে হচ্ছেন, সেই বিষয়টি কার্যত পরিষ্কার হয়ে গেল। তবে বর্তমানে স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী যদি মুখ্যসচিব হন, তাহলে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব কে সামলাবেন! নবান্ন সূত্রের খবর, এক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে আসতে পারেন সেচ দপ্তরের সচিব নবীন প্রকাশ। স্বাভাবিক ভাবেই জল্পনা ক্রমশ বাড়ছে। একাংশ বলছেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সংঘাত তৈরি হল রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, তা দীর্ঘদিন অটুট থাকবে।

ইতিমধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে না চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেন্দ্রকে চিঠি দিয়েছেন, ঠিক তেমনই কেন্দ্র শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের বর্তমান মুখ্যসচিবের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে টালমাটাল হয়ে উঠেছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল। আর এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যসচিবের নাম সামনে চলে এল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!