এখন পড়ছেন
হোম > জাতীয় > সংক্রমণ কমলেও দ্বিতীয় ঢেউ নিয়ে বাড়ছে চিন্তা, করোনা নিয়ে শঙ্কার মেঘ!

সংক্রমণ কমলেও দ্বিতীয় ঢেউ নিয়ে বাড়ছে চিন্তা, করোনা নিয়ে শঙ্কার মেঘ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের পর আবার যে দ্বিতীয় ঢেউ এভাবে আছড়ে পড়বে, তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু সেই দুঃস্বপ্ন গ্রাস করেছে গোটা ভারতবর্ষকে। বেশ কিছুদিন আগে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। যার ফলে প্রথম ঢেউয়ের থেকে তা আরও অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে প্রচুর মানুষকে হারাতে হয়েছে। তবে বিধি-নিষেধ সহ একগুচ্ছ নিয়ম পালন করার কারণে এখন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা।

তবে সাধারণ মানুষকে সুস্থ করার দায়িত্ব যাদের, দ্বিতীয় ঢেউয়ের ফলে সেই সমস্ত চিকিৎসকদের নিয়ে চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই উদ্বেগজনক এক পরিসংখ্যান সামনে এসেছে। যেখানে জানা যাচ্ছে, প্রথম ঢেউয়ের থেকে অনেক বেশি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হয়েছে চিকিৎসকদের।

স্বাভাবিক ভাবেই এই পরিসংখ্যান এখন সাধারণ মানুষদের মধ্যে তৈরি করছে আতঙ্ক। মানুষকে সুস্থ করার দায়িত্ব যে সমস্ত চিকিৎসকদের, তারাই যদি করোনা ভাইরাসে প্রাণ হারাতে শুরু করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন, এখন তা নিয়ে আতঙ্ক ক্রমশ গ্রাস করতে শুরু করেছে জনমানসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় গোটা দেশে 748 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে। যার মধ্যে তামিলনাড়ুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 91 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর। আর এই পরিসংখ্যান ক্রমশ চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে।

মূলত, এই করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সবথেকে বড় ভূমিকা পালন করছেন চিকিৎসকরা। কিন্তু প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়ে সেই সমস্ত চিকিৎসকদের মৃত্যু উদ্বেগ ক্রমশ বৃদ্ধি করতে শুরু করেছে মানুষকে। যারা রক্ষাকর্তার দায়িত্বে রয়েছেন, তারাই যদি এইভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ এই অতিমারী থেকে, তা নিয়ে যথেষ্ট ভাবিত বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, করোনার করাল গ্রাস এমনিতেই প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। অনেক বিশিষ্টজনেরা প্রাণ হারিয়েছেন এই করোনা ভাইরাসে। প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক হয়ে দাঁড়িয়েছিল। তবে এখন বিধি-নিষেধ জারি করার কারণে দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। তবে চিকিৎসকের মৃত্যু নিয়ে পরিসংখ্যান উদ্বেগ ক্রমশ বৃদ্ধি করছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!