এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “সংগঠন দুর্বল হচ্ছে” সুকান্তর ক্রেজ নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ! অস্বস্তিতে বিজেপি!

“সংগঠন দুর্বল হচ্ছে” সুকান্তর ক্রেজ নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ! অস্বস্তিতে বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর তার অভিজ্ঞতা কম বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। আর তারপর থেকেই সুকান্ত মজুমদারের সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করেছে বলে দাবি করা হয়েছিল। যদিও বা বিজেপি সেই দাবিকে আমল দেয়নি। তবে এবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত সুকান্ত মজুমদারের সাংগঠনিক কৃতিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি সংগঠনের দুর্বলতা স্বীকার করে নিয়ে রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীকে অস্বস্তিতে ফেলে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে এই বিজেপি নেতা বলেন, “সুকান্ত ভালো মানুষ হলেও চোখে চোখ রেখে কথা বলতে পারেন না‌। আমি চোখে চোখ রেখে কথা বলতাম। তাই লোকসভা ভোটে ভালো ফল হয়েছিল। সংগঠন শক্ত ভিতের ওপর গড়ে উঠেছিল। এখন সংগঠন দিনকে দিন দুর্বল হচ্ছে।”

স্বভাবতই এতদিন তলায় তলায় দিলীপ ঘোষের সঙ্গে সুকান্ত মজুমদারের দূরত্ব হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার দিলীপ ঘোষ যা বললেন, তার ফলে কার্যত স্পষ্ট হয়ে গেল, রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির দূরত্ব ক্রমশ বাড়ছে। যার ফলে গেরুয়া শিবিরের বিড়ম্বনা ক্রমশ প্রকট হচ্ছে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!