এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংসদে অনুপস্থিত শিশির অধিকারী, জল্পনা তীব্র

সংসদে অনুপস্থিত শিশির অধিকারী, জল্পনা তীব্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই অধিকারী পরিবারের বড় কর্তা তথা তৃণমূল নেতা তথা সাংসদ শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়। তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি একটি সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

আর এরপর থেকেই দলের কোনো কর্মসূচিতে তেমনভাবে উপস্থিত থাকতে দেখা যায় না শিশিরবাবুকে। আর এবার জল্পনা বাড়িয়ে লোকসভার অধিবেশন শুরু হলেও সেখানে উপস্থিত থাকতে দেখা গেল তৃণমূলের শিশির অধিকারীকে। যাকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ বাজেট অধিবেশনের উদ্বোধন করছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু কৃষি বিল সহ অন্যান্য বিষয়ে এই রাষ্ট্রপতি ভাষণ বয়কট করছে তৃণমূল সহ 16 টি বিরোধী দল। আর এই পরিস্থিতিতে শাসকদলের তরফ থেকে সমস্ত সাংসদ উপস্থিত থাকলেও শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অবশেষে সেই অধিবেশনে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত থাকছেন বলে জানিয়ে দিলেন শিশির অধিকারী।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, “আমি কাঁথির বাড়িতে আছি এবং আপাতত দিল্লিতে যাচ্ছি না। আজকাল শরীর ঠিক নেই এবং চোখের সমস্যায় রয়েছি। সামনেই বা চোখের অপারেশন হবে। তাই দিল্লি যাওয়ার উপায় নেই।” তবে শারীরিক অসুস্থতার কারণ শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র, নাকি ঠিক এই কারণেই তার দিল্লি সফর বাতিল হল, এখন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তার পরিবারের এখনও তৃণমূলের অনেকে জনপ্রতিনিধি বলে আক্রমণ করা হচ্ছে। যার পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন, রামনবমী আসলে আমার বাড়িতেও পদ্ম ফুটবে। আর তার এই মন্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই ধরে নিয়েছে রাজনৈতিক মহল। আর এই পরিস্থিতিতে শিশির অধিকারীকে যখন দলের কোনো কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না, তখন জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আর এবার সেই জল্পনাকে বাড়িয়ে দিয়ে লোকসভার অধিবেশন শুরু হলেও সেখানে উপস্থিত থাকা থেকে নিজেকে বাদ রাখলেন এই তৃণমূল সাংসদ। যার ফলে তার নয়া রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ক্রমশ আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!