এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “সংখ্যালঘুদের সমর্থনে জিততে চলেছে বিজেপি” বালিগঞ্জ নিয়ে আশা সুকান্তর!

“সংখ্যালঘুদের সমর্থনে জিততে চলেছে বিজেপি” বালিগঞ্জ নিয়ে আশা সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামপুরহাটের ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তারা দাবি করছে যে, রাজ্যে কোনো সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নেই। মুখেই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার কথা বলে।

কিন্তু রামপুরহাটের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর এই পরিস্থিতিতে বালিগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে সংখ্যালঘুরা এবারের ভোটে তৃণমূলকে সমর্থন করবেন না বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন রামপুরহাটের বগটুইয়ের কথা তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে তিনি বলেন, “বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে গতবার আমরা অনেক কম ভোট পেয়েছিলাম। কিন্তু এবার বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে। কারণ, এই অঞ্চলে সংখ্যালঘু মানুষরা বুঝতে পারছেন, তৃণমূলের হাতে পড়লে তাদের বগটুইয়ের মত পুড়ে মরতে হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, এই কথা বলে সংখ্যালঘু ভোট যে বরাবর তৃণমূলের দিকে থাকে, সেই ভাবনা ভাঙ্গার চেষ্টা করলেন সুকান্ত মজুমদার‌। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, সংখ্যালঘুরা তৃণমূল সরকারের আমলে আতঙ্কিত। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!