“সঞ্জয় রায়ের ফাঁসি চায় কি?” আরজিকর নিয়ে বামেরা পথে নামতেই বড় প্রশ্ন কুনালের! তৃণমূল বামফ্রন্ট রাজনীতি রাজ্য November 21, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আজ আবার পথে নেমেছে সিপিএম। আর সিপিএমের এই কর্মসূচি নিয়েই এবার কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যেখানে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়কে নিয়ে সিপিএমের কি দৃষ্টিভঙ্গি, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। প্রসঙ্গত, আজ সিপিএমের পক্ষ থেকে উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত বিচারের দাবিতে একটি মিছিল করা হয়। আর সেই মিছিল নিয়েই তাদের পাল্টা আক্রমণ করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, “আরজিকরের ঘটনা অত্যন্ত ভয়ংকর, বাজে ঘটনা। ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষক এবং খুনিকে গ্রেফতার করেছে। আমি সিপিএমকে অনুরোধ করব, আপনারা কি এখন সঞ্জয় রায়ের পক্ষে ফাঁসি চান! নাকি ফাঁসি চান না? সিপিএম আগে এটা স্পষ্ট করে বলুক।” আপনার মতামত জানান -