এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংখ্যালঘু ভোট নিয়ে বড় স্বস্তি তৃণমূলের, হেভিওয়েট নেতার সিদ্ধান্ত ঘিরে জল্পনা!

সংখ্যালঘু ভোট নিয়ে বড় স্বস্তি তৃণমূলের, হেভিওয়েট নেতার সিদ্ধান্ত ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এবার সবথেকে বেশি হাইপ্রোফাইল লড়াই হতে চলেছে। একদিকে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে রয়েছে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই এই দুই হেভিওয়েটের লড়াই এখন কার্যত জমজমাট হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে নন্দীগ্রামে সংখ্যালঘু ভোট যে কিছুটা হলেও ফ্যাক্টর, তা বুঝতে পেরেছে প্রতিটা রাজনৈতিক দল।

আর এই পরিস্থিতিতে সংখ্যালঘু ভোট নিয়ে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে ব্যস্ত, ঠিক তখনই সংখ্যালঘুদের সংগঠনকে বড় ধাক্কা দিয়ে তাদের রাজ্য সংগঠনের আহ্বায়ক জামিরুল ইসলাম দলত্যাগ করলেন। যেখানে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করার সিদ্ধান্ত নিলেন তারা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় একদিকে যেমন মিম নামক রাজনৈতিক দল যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট নিয়ে কিছুটা হলেও স্বস্তি পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, মিমের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকীকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তারপরেই মিমের রাজ্য সংগঠনের আহ্বায়ক জামিরুল ইসলাম দলত্যাগ করেছেন। এদিন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল লিগে যোগ দিয়েছেন। তবে নির্বাচনে লড়ার কথা জানিয়ে দিয়েছেন জামিরুলবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে আগামী বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য তিনি নন্দীগ্রামে যাবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি। যার ফলে যে সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূলের চিন্তা বাড়তে শুরু করেছিল, এই সিদ্ধান্তের ফলে তৃণমূল যে কিছুটা হলেও স্বস্তি পেয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রামে প্রায় 40% সংখ্যালঘু ভোট রয়েছে। শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পর সেই কথা তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু তারপরেই শুভেন্দু অধিকারী পাল্টা কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসকে। এখানে হিন্দু ভোটের কথা তুলে ধরে বিজেপি প্রার্থী জয়লাভ করবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি।

স্বাভাবিক ভাবেই এখন জমে উঠেছে লড়াই। আর এই পরিস্থিতিতে সংখ্যালঘুর নেতা জামিরুল ইসলাম নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করার সিদ্ধান্ত নেওয়ায় বিজেপি সহ সংযুক্ত মোর্চার কিছুটা হলেও বিড়ম্বনা বাড়বে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!