এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংখ্যালঘুরা তৃণমূলের পক্ষেই, দলীয় বৈঠকে জানিয়ে দিলেন মমতা!

সংখ্যালঘুরা তৃণমূলের পক্ষেই, দলীয় বৈঠকে জানিয়ে দিলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাগরদিঘীতে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পরেই সংখ্যালঘুরা কি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিল, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে তাতে অবশ্য বিশ্বাস করছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় বৈঠকে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। যেখানে সাগরদিঘীতে নিজেদের দুর্বলতার কারণেই পরাজয় হয়েছে বলে জানিয়ে দিয়েছেন তৃনমূল নেত্রী। পাশাপাশি সংখ্যালঘুদের আস্থা তৃণমূলের প্রতি রয়েছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন কালীঘাটে তৃণমূলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই সাগরদিঘীর ফলাফল নিয়ে মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, সংখ্যালঘুদের সমর্থন তৃণমূলের প্রতি হারিয়ে যাচ্ছে বলে যে কথা বলা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন।

সংখ্যালঘুরা তৃণমূলের পাশে রয়েছেন। সাগরদিঘীতে নিজেদের দুর্বলতার কারণেই পরাজয় হয়েছে। অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সংখ্যালঘুরা যে তৃণমূলের পাশেই রয়েছে, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!