এখন পড়ছেন
হোম > জাতীয় > সংক্রমণ কমলেও মৃত্যুর হার ভয়াবহ, ফের চিন্তা বাড়াচ্ছে করোনা!

সংক্রমণ কমলেও মৃত্যুর হার ভয়াবহ, ফের চিন্তা বাড়াচ্ছে করোনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একগুচ্ছ বিধিনিষেধের কারণে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রথম ঢেউয়ের পর আবার এপ্রিল মাসে গোটা ভারতবর্ষে আছড়ে পড়েছিল করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছিল। স্বাভাবিক ভাবে বাংলাতেও তা আছড়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কিছুদিন আগেই একগুচ্ছ কড়া বিধি-নিষেধ জারি করে কার্যত লকডাউনের মত সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার।

আর এই পরিস্থিতিতে গোটা ভারতবর্ষের সাথে সাথেই বাংলায় কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা কমলেও, যেভাবে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে, তাতে চিন্তা বাড়ছে রাজ্যবাসীর মধ্যে। আক্রান্তের সংখ্যা কমানো গেলেও, কেন মৃত্যুর সংখ্যা কমছে না, এখন সেটাই প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। স্বাভাবিক ভাবেই আক্রান্তের সংখ্যা হ্রাস নিয়ে সকলে আশা দেখলেও, একের পর এক প্রাণ চলে যাওয়া হতাশা তৈরি করছে সকলের মধ্যে।

সূত্রের খবর, রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রতিদিনের মতই একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 156 জন ব্যক্তির। তবে মৃত্যুর সংখ্যা বাড়লেও স্বস্তি বাড়িয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। যেখানে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 18 হাজার 422 জন মানুষ। একইভাবে সুস্থ হয়েছেন 19 হাজার 429 জন ব্যক্তি। অর্থাৎ দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর যে গতিটা ভয়াবহ আকার ধারণ করেছিল, তা বর্তমানে কিছুটা হলেও নিচের দিকে নামতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়ত বা কমতে শুরু করেছে। কিন্তু যদি এভাবেই একের পর এক প্রাণ চলে যেতে শুরু করে, তাহলে আক্রান্তের সংখ্যা কমে কি লাভ, সেটাই এখন অনেকের মনে প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশ বলেছেন, এতদিন যারা আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যেই অনেকে প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না যায় তার জন্য সচেতনতা এবং করা বিধি-নিষেধ অবলম্বন করা দরকার বলে মনে করছেন চিকিৎসকরা।

সরকারের পক্ষ থেকে বিধি-নিষেধ জারি করার পরেই যে দিনকে দিন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে, সেই বিষয়টি একপ্রকার নিশ্চিত। তাই ভবিষ্যতে আরও কিছুদিন এইরকম কড়া বিধি-নিষেধ যদি প্রয়োগ করা যায়, তাহলে পরিস্থিতি অনেকটাই আয়ত্তের মধ্যে চলে আসবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তবে মৃত্যুর হার বৃদ্ধি রীতিমত চিন্তা এবং উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!