এখন পড়ছেন
হোম > জাতীয় > সংকটের মাঝেই বড় উদ্যোগ, সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের!

সংকটের মাঝেই বড় উদ্যোগ, সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   করোনার প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষে। স্বাভাবিক ভাবেই এই গোটা পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খাওয়ার জোগাড় কেন্দ্রীয় সরকারের। আর এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ একাধিক বিষয়ে কেন্দ্র কি পদক্ষেপ গ্রহণ করে, তার দিকে নজর ছিল সকলেরই। তবে এবার সেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রতিমুহূর্তে জিনিসপত্র কিনতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আম আদমিকে। আর এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা যাতে কিছুটা হলেও স্বস্তি পান, তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হল। জানা গেছে, বর্তমানে ভ্যারিয়েবল ডিআরনেস অ্যালায়েন্স 105 টাকা ছিল। কিন্তু তা বাড়িয়ে প্রতিমাসে 210 টাকা করে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই উদ্যোগ এখন রীতিমত আশার আলো তৈরি করছে সরকারি কর্মচারীদের মধ্যে।

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানাতে শুরু করেছেন একাংশ। মূলত কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে তার সরাসরি ফললাভ করবেন সরকারি কর্মচারী থেকে শুরু করে রেলওয়ে কর্মচারী সহ‌ খনিজে কর্মরত সাধারণ মানুষেরা। শুধু তাই নয়, ক্যাজুয়াল কর্মীদের অনেকেও এর সুবিধা পাবেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, দেশে যখন যা মূল্যবৃদ্ধি হয়, তার সঙ্গে যাতে সরকারি কর্মচারীরা ঠিকমত সামঞ্জস্য বজায় রাখতে পারেন, তার জন্যই এই ভ্যারিয়েবল ডিআরনেস। সেক্ষেত্রে বর্তমানে যখন মূল্যবৃদ্ধি বাড়ছে, তখন সেই ভাতার ক্ষেত্রে কিছুটা বদল এনে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে চাইছে কেন্দ্রীয় সরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গবাক বলেন, “বিডিএতে প্রতিমাসে 105 টাকা করে এক ধাক্কায় বেড়ে গেল। ফলে এই করোনা কালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিছুটা স্বস্তি মিলবে। খারাপ পরিস্থিতিতে কর্মীদের কিছুটা স্বস্তি দিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হল।” একাংশ বলছেন, করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করার পরে বিভিন্ন রাজ্যজুড়ে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করা হয়েছে। প্রথম ঢেউয়ের মত আবার লকডাউনের আবহ তৈরি হয়েছে।

তাই এই পরিস্থিতিতে অর্থনৈতিক মেরুদণ্ড আবার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গিয়েছে। সেদিক থেকে মূল্যবৃদ্ধি যখন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, তখন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের বিড়ম্বনা ক্রমশ বাড়ছে। তাই এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সরকারি কর্মচারীদের কিছুটা স্বস্তি দিতে কেন্দ্রের পক্ষ থেকে এই পদক্ষেপ অত্যন্ত সাধুবাদযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!