এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > সপ্তমীতে সকালে রোদ-মেঘের লুকোচুরি খেলা ! অষ্টমী থেকেই কি বর্ষণ শুরু ? দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস !

সপ্তমীতে সকালে রোদ-মেঘের লুকোচুরি খেলা ! অষ্টমী থেকেই কি বর্ষণ শুরু ? দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সপ্তমীর সকালে রোদের দেখা মিললেও ভ্যাপসা গরমে অস্বস্তি রাজ্যবাসী তথা কলকাতার বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা ।  আজ মঙ্গলবার রাজ্যে  বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে তবে আগামী কাল অর্থাৎ বুধবার 13 ই অক্টোবর অষ্টমীর দিনে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির   সম্ভাবনা রয়েছে ।  আজ শহর কলকাতায় সহ বেশ কিছু জায়গায় আকাশে সে রকম ভাবে মেঘের কোন প্রাদূর্ভাব নেই  কিন্তু  সঙ্গে রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরমের প্রবণতা । তবে আজকে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এমনটাই জানানো হয়েছে  ,আলিপুর অফিসের মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই   ।

 

আগামী ১৩ অক্টোবর অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা, হাওড়া ,হুগলি এবং কলকাতার দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে তবে  বাকি অন্য  জায়গার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে । সেইসঙ্গে  আগামী ১৪ তারিখ বৃহস্পতিবার  দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ,হুগলি ,কলকাতায় বৃষ্টির পরিমাণ একটু বাড়্তে পারে বলে জানা গেছে হাওয়া অফিস সুত্রে  , এছাড়া আরো জানা যায় যে আগামী  ১৫ অক্টোবর দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টিপাত হতে পারে ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!