এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরাসরি নাম না করেও শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী।

সরাসরি নাম না করেও শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রসঙ্গত, তৃণমূলের এক সময়কার দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসক দল তৃণমূলের সম্পর্ক কয়েক মাস ধরেই তলানীতে পৌঁছে গিয়েছিল। ধাপে ধাপে তিনি দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন। প্রথমে তিনি মন্ত্রীত্ব ছাড়লেন, তারপর ছাড়লেন বিধায়ক পদ, তারপর ছাড়লেন দলের সদস্য পদ। অবশেষে তিনি যোগদান করলেন বিজেপিতে। গতকাল তিনি ছাড়াও তৃণমূলের বেশকিছু বিধায়ক প্রাক্তন মন্ত্রী, সাংসদ, গুরুত্বপূর্ণ পদাধিকারী যোগদান করেছেন বিজেপিতে। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

সরাসরি তাঁর নাম না নিয়েও শুভেন্দু অধিকারীর প্রতি তিনি জানালেন যে, রাজ্যের মানুষ কখনোই ক্ষমা করেন না বিশ্বাসঘাতকদের। বিশ্বাসঘাতকদের জনগণ ছুঁড়ে ফেলে দেবে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গড়তে চলেছেন। এর সঙ্গে সঙ্গেই তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির প্রতি । বিজেপির প্রতি তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি যদি দিগ্বিজয় করবে মনে করে, তবে তারা ভুল করছে। তিনি জানালেন যে, যারা পেছন থেকে ছুরি মারে, রাজনীতিতে কোনদিন তাদের স্থান হয় না। তাঁদের ছুঁড়ে ফেলে দেবে রাজ্যের মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেবার পর তৃণমূলের একাধিক হেভিওয়েট এই বিষয় নিয়ে নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ও বিজেপির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।   বিজেপিকে  তিনি  বিশ্বাসঘাতকের  দল বলে কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে, বিজেপি মনে করছে শুভেন্দু অধিকারীকে নিয়ে দিগ্বিজয় করবে।মন্ত্রীর কথায়, তৃণমূল দল থেকে দু একজন খুচরো চলে গেলে, দলের কোনো ক্ষতি হয় না।

তিনি স্পষ্ট ভাবে জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন তাঁদের দলের নেত্রী। যারা পেছন থেকে ছুরি মারে রাজনীতিতে তাদের কোন স্থান হয় না। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি বাইরে থেকে লোক এনে ধমকাচ্ছে, চমকাচ্ছে তৃণমূলকে। কিন্তু তাতে ভয় পায় না তৃণমূল। এভাবে, শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!