সর্বগ্রাসী তৃণমূলের চরম ঔদ্ধত্য, শেষমেষ চার্চের জমিও দখল করবে এরা? চিঠি গেল মমতার কাছে! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য July 12, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের যেমন ন্যূনতম রাজনীতিটুকু করতে দেবে না, গণতন্ত্রকে যেমন ধ্বংস করবে, ঠিক তেমনই সমস্ত জায়গা, জমি লুট করে সব জায়গায় থাবা বসানোর চেষ্টা করছে। তবে কোথাও কোথাও লোভ সম্বোধন করে নিতে হয়। কিন্তু সেটা আর যাই হোক, তৃণমূল কংগ্রেসের নেতারা করতে শেখেননি। আর তার ফলেই এবার তাদের একের পর এক অত্যাচার এবং কুকীর্তি সামনে চলে আসছে। আর এবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চার্চের জমিতে কাজ করতে গেলে হুমকি দেওয়ার। সূত্রের খবর, এদিন বেহালায় চার্চের জমিতে কাজ করতে গেলে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। যে ঘটনায় মূল অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুদীপ পোল্লের অনুগামীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠিও দিয়েছে কর্তৃপক্ষ। আর এখানেই বিরোধীদের দাবি, সর্বগ্রাসী তৃণমূল কোনো কিছুকেই ঠিক থাকতে দেবে না। তাই সব জায়গায় প্রভাব বিস্তার করে এভাবেই লুটেরাদের দলে পরিণত হয়েছে তারা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -