এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সর্বক্ষেত্রে দুর্নীতি আর অবিশ্বাসের বাতাবরণ! হেভিওয়েট তৃণমূল নেতার পোষ্ট ঘিরে তীব্র জল্পনা

সর্বক্ষেত্রে দুর্নীতি আর অবিশ্বাসের বাতাবরণ! হেভিওয়েট তৃণমূল নেতার পোষ্ট ঘিরে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের নতুন করে সাংগঠনিক রদবদল সম্পন্ন হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বকে বন্ধ করে যাতে সকলে মিলে একত্রিত ভাবে চলাচল করা যায়, তার জন্য প্রতিটি জেলায় নেতৃত্ব বদল করেছে ঘাসফুল শিবির। কিন্তু এরপরেও দ্বন্দ্ব কিছুতেই কমছে না। বিভিন্ন জায়গায় দলের নেতাদের তরফ থেকে অসন্তোষমূলক বাক্য প্রকাশ্যে এসে পড়ছে। এবার সোশ্যাল মিডিয়ায় দল সম্পর্কে মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন মালদহ জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অম্লান ভাদুড়ি।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় এই তৃণমূল নেতা লেখেন, “সর্বক্ষেত্রে দুর্নীতি আর অবিশ্বাসের বাতাবরণ।” আর তারপরেই এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে জেলা তৃণমূলের অন্দরমহলে। কেন হঠাৎ করেই জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরি এই ধরনের মন্তব্য করলেন! তা নিয়ে তৈরি হয় সংশয়। তাহলে কি দলের কোনো সিদ্ধান্তের জন্য তিনি ক্ষীপ্ত? আর তাই এই ধরনের মন্তব্য করতে দেখা গেল তাকে?

জানা গেছে, মঙ্গলবার দুপুরে অম্লান ভাদুড়ি এই পোস্ট করার পর বিকেলে প্রায় 250 জন এই পোস্টে কমেন্ট করেন। কেউ কেউ কমেন্ট বক্সে লেখেন, “এই পোস্টটি রাজনৈতিক কোনো পরিবর্তনের ইঙ্গিতবাহী কিনা।” তবে যখন দল শৃংখলাবদ্ধ হতে চাইছে এবং সকলকে নিয়ে এক হয়ে মালদহের সংগঠনকে চাঙ্গা করতে চাইছে, তখন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটরের এই ধরনের মন্তব্য যে জেলা নেতৃত্বকে প্রবল অস্বস্তিতে ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন এই প্রসঙ্গে মালদহ জেলার আরেক কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “তৃনমুল আসার পর থেকেই দীর্ঘদিন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন অম্লানবাবু। তখন কোনো অবাঞ্ছিত কাজ হয়েছিল কিনা, তাও বিবেচনা করে দেখা উচিত।” অন্যদিকে তার এই ধরনের মন্তব্য চাইবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “দলীয় এক কো-অর্ডিনেটরের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য নিয়ে যে চর্চা চলছে, তা আমার কানেও এসেছে। দায়িত্বশীল কোনো নেতার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু মন্তব্য করা সমীচীন নয়, যাতে বিতর্ক তৈরি হতে পারে। সম্প্রতি তার সঙ্গে কথা হলেও এইসব বিষয়ে তিনি কিছু বলেননি। তার কাছে এই মন্তব্যের কারন জানতে চাইব।”

একাংশের প্রশ্ন, তাহলে কি নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন অম্লান ভাদুড়ি ? নাকি দলের ভেতরে বর্তমান পরিস্থিতি সামনে তুলে ধরে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন তিনি! এই ব্যাপারে যে প্রশ্নই তৈরি হোক না কেন, পরিস্থিতি যে ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন অম্লান ভাদুড়ির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল জেলা নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!