এখন পড়ছেন
হোম > জাতীয় > সর্বনাশ, করোনার মধ্যেই এ কোন ঘোষণা! আতঙ্কে দেশবাসী!

সর্বনাশ, করোনার মধ্যেই এ কোন ঘোষণা! আতঙ্কে দেশবাসী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাস ক্রমাগত ঊর্ধ্বমুখী। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের থেকে তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে সকলের কাছেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। সেখানে কি পরে নির্বাচন করা হবে, নাকি করোনার মধ্যেই সেই সমস্ত রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তা নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন।

আর তার মাঝেই এবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। যা নিয়ে রীতিমতো আতঙ্কের প্রহর গুনতে শুরু করেছেন দেশের সাধারন মানুষ। নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে এটা যেমন ভাবার বিষয়, ঠিক তেমনই এটার ভাবার বিষয় যে, যখন করোনা ভাইরাসের গ্রাফ ঊর্ধ্বমুখী, তখন এইভাবে নির্বাচনের দিন ঘোষণা করে দিলে তো আক্রান্তের সংখ্যা আরও বাড়তে শুরু করবে, তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণের কথা জানিয়ে দেওয়া হয়। যেখানে সাত দফায় ভোট হবে। উত্তরপ্রদেশে ভোট শুরু হবে 10 ফেব্রুয়ারি। অন্যদিকে তা চলবে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। এছাড়াও আগামী 14 ফেব্রুয়ারি ভোট হবে পাঞ্জাব, উত্তরাখান্ড এবং গোয়ায়। মণিপুরে ভোট হবে 27 ফেব্রুয়ারি এবং 3 মার্চ। পাঁচ রাজ্যের ভোট গণনা হবে মার্চ মাসের 10 তারিখ। তবে সকলকেই করোনা বিধি মানতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিটি রাজনৈতিক দলকে নিয়ে এখন চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। ভোটের দামামা বেজে যাওয়ার কারণে এই সমস্ত রাজ্যে রাজনৈতিক দলগুলো প্রচারে নামবে। ফলে আরও ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে করোনা ভাইরাস বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!