এখন পড়ছেন
হোম > জাতীয় > সর্বনাশ, নতুন বছরেও কাঁটা করোনা! বড়সড় সতর্কবার্তা মোদীর!

সর্বনাশ, নতুন বছরেও কাঁটা করোনা! বড়সড় সতর্কবার্তা মোদীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাস নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে। এই ভাইরাসের নয়া প্রজাতি বর্তমানে গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা। সামনেই একাধিক উৎসব রয়েছে। বড়দিন থেকে শুরু করে নতুন বছর ধুমধাম সহকারে পালন করা হয় গোটা দেশ জুড়ে। বিগত দুই বছর ধরে করোনা ভাইরাসের কারণে তা ঠিকমতো পালন করা সম্ভব হয়নি।

তবে এবার ডেল্টা প্রজাতি থেকে রক্ষা পাওয়ার কারণে সাধারণ মানুষ মুখিয়ে আছেন, সেই উৎসব পালন করতে। তবে তার মাঝেই সকলকে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করার পর এই ব্যাপারে প্রতিটি রাজ্য এবং দেশবাসীকে সচেতন থাকার বার্তা দিলেন তিনি।

সূত্রের খবর, বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই প্রতিটি রাজ্যকে সচেতন করে দিয়েছেন তিনি। যেখানে আগামী দিনগুলোতে ওমিক্রণ নিয়ে সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একাংশ বলছেন, সামনেই উৎসবের মরসুম। তার আগে যাতে বাড়াবাড়ি না হয়, তার জন্য প্রধানমন্ত্রী সকলকে সচেতন করে দিয়েছেন। যার জেরে আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে, তার তাহলে কি নতুন বছরেও পথের কাঁটা হয়ে থাকবে করোনা ভাইরাসের নতুন প্রজাতি? বিশেষজ্ঞরা বলছেন, সাবধানতা এবং স্বাস্থ্যবিধি পালন করেই আটকে দিতে হবে ওমিক্রণকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!