এখন পড়ছেন
হোম > জাতীয় > সরে যাচ্ছেন সুনীল আরোরা! নির্বাচনের মাঝেই কমিশনে বড়সড় বদল!

সরে যাচ্ছেন সুনীল আরোরা! নির্বাচনের মাঝেই কমিশনে বড়সড় বদল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলছে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। কিন্তু তার মাঝেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে বড়সড় বদল। জানা গেছে, মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে মেয়াদ শেষ হয়েছে সুনিল আরোরার। আর সেই জায়গায় আজ মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুশীল চন্দ্রা। স্বাভাবিকভাবেই নির্বাচনের মাঝে কমিশনে এই বদল নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন সুনীল আরোরা। বর্তমানে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে। কিন্তু তার মাঝেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে সুনীলবাবুর। তাই নতুন নির্বাচন কমিশনার হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন সুশীল চন্দ্রা। জানা গেছে, আগামী বছর 14 মে পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে আজ নতুন নির্বাচন কমিশনার হওয়ার পর একগুচ্ছ চ্যালেঞ্জ রয়েছে সুশীল চন্দ্রার কাছে। একদিকে সুষ্ঠুভাবে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করা এবং অন্যদিকে অভিযোগ বন্ধ করা। এমনিতেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পরে অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে এলাকা। আর এই পরিস্থিতিতে আজ নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে সুশীল চন্দ্রা কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!