এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারে যাঁরা বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁরা মানসিক রোগগ্রস্ত! মমতাকে বিস্ফোরক তোপ

সরকারে যাঁরা বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁরা মানসিক রোগগ্রস্ত! মমতাকে বিস্ফোরক তোপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি দিন দিন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজারের গন্ডি পার করেছে, প্রতিদিনের নতুন করে করোনা আক্রানের সংখ্যাও সম্প্রতি ২৫০০ পার করে গেছে। সেই সঙ্গেই বাড়ছে রাজ্যে করণে মৃত্যুর সংখ্যা। যা ইতিমধ্যেই ১৭০০ এর গন্ডি পার করেছে। দৈনিক মৃত্যুর গ্রাফটিও ছিল গতকাল অত্যন্ত বেশি (৫৩ জন),যা ছিল রেকর্ড।এই অবস্থায় চলতি মাসে পশ্চিমবঙ্গ সরকার দ্বি-সাপ্তাহিক কড়া লোকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

সেইমতো সরকার ঘোষণাও করেছে রাজ্যের লকডাউনের দিনলিপি। আর একবার, দুবার নয়, পরপর চারবার রাজ্য সরকার রাজ্যে লকডাউনের দিনবদল করেছে। প্রসঙ্গত, গতকাল রাতেই রাজ্য সরকার লকডাউনের নতুন দিনলিপি তৈরী করেছে। রাজ্য সরকারের এমন বারেবারে লকডাউনের দিনবদলের সিদ্ধান্তকে তীব্রভাষায় তোপ দাগলেন বাম-কংগ্রেস নেতৃত্ব।

সংবাদসূত্রে জানা গেছে, বারবার লকডাউনের দিন বদল করে দিশেহারা সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এই অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বাম ও কংগ্রেস শিবির। রাজ্যসরকারের প্রতি এমন অভিযোগ জানিয়ে রাজ্য মন্ত্রিসভা ভেঙে দেবার দাবি জানালেন বিরোধী কংগ্রেস দলনেতা আবদুল মান্নান। সেইসঙ্গে সরকারকে তিনি অসহায় ও শাসনকার্যে অপারক বলেও অভিযুক্ত করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, সরকারের কার্যকর্তাদের মানসিক রোগগ্রস্থ ও রাজ্যের লকডাউন বিষয়ে নেওয়া সরকারের সিদ্ধান্তকে তিনি বিভ্রান্তিমূলক বলে অভিযুক্ত করেন। অন্যদিকে আবার সরকারের বারবার লকডাউনের দিন বদল নিয়ে সরকারকে অভিযোগের কাঠগড়ায় তুললেন বাম পরিষদের দলনেতা সুজন চক্রবর্তী। আব্দুল মান্নানের শুরে সুর মিলিয়ে সরকারকে তিনি বলেন যে, এ রাজ্যে সরকার নয় চলছে সার্কাস। আর লোকডাউন নিয়ে এ রাজ্যে চলছে প্রহসন।

প্রসঙ্গত, রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির মোকাবিলায়, সমগ্র রাজ্যে প্রতি সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। করোনা রুখতে সরকারের এই পদক্ষেপ কতটা সফল হবে, তা নিয়ে প্রথম থেকেই অভিযোগ, সমালোচনা ও প্রশ্ন ছিল বিরোধীদের মধ্যে । বর্তমানের করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে সপ্তাহে  2 দিন  ব্যাপী লোকডাউন কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন বিরোধী শিবিরের । তবে বাম – কংগ্রেস জোটের অভিযোগের জবাবে এখনো মুখ খুলতে দেখা যায়নি শাসকদলকে। অন্যদিকে করোনার এই ভয়ানক পরিস্থিতিতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে চলবার আর্জি জানান হয়েছে সরকারের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!