এখন পড়ছেন
হোম > Uncategorized > সরকারের এই প্রকল্পে ব্যাপক ঢিলেমি! কড়া বার্তা মন্ত্রীর! জেনে নিন!

সরকারের এই প্রকল্পে ব্যাপক ঢিলেমি! কড়া বার্তা মন্ত্রীর! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষক শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে সুযোগ করে দিতে এবং জটিলতা কমাতে সম্প্রতি সরকারের পক্ষ থেকে উৎসশ্রী নামে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়। যেখানে আবেদন করলে শিক্ষক-শিক্ষিকারা তাদের বদলির ব্যাপারে অনেকটাই সুযোগ পেয়ে যেতে পারেন। তবে বেশ কিছু ক্ষেত্রে এই ঢিলেমি চোখে পড়ছে। অনেক জায়গা থেকেই অভিযোগ আসতে শুরু করেছে যে, সঠিক ভাবে এই বিষয়টি দেখভাল করা হচ্ছে না। আর এবার এই ব্যাপারে সমস্ত জেলার স্কুল পরিদর্শকের সঙ্গে বৈঠক করে রীতিমতো কড়া বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সূত্রের খবর, এদিন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি প্রতিটি জেলার স্কুল পরিদর্শকের সঙ্গে একটি ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেখানেই উৎসশ্রী প্রকল্পের ত্রুটি-বিচ্যুতি নিয়ে বেশকিছু জেলার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। কেন বিভিন্ন জেলাতে উৎসশ্রী প্রকল্পের আবেদন ঠিক সময়ে ছাড়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে যদি এই রকম ভাবেই সবকিছু চলতে থাকে, তাহলে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেই ব্যাপারেও জানিয়ে দেন তিনি। অর্থাৎ কোনোভাবেই যে সেই আবেদন ফেলে রাখা যাবে না, তা বুঝিয়ে দিয়েছেন ব্রাত্য বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই শিক্ষামন্ত্রীর এই কড়া বার্তার পর কিছুটা হলেও যে সমস্ত জেলা উৎসশ্রী প্রকল্প নিয়ে পিছিয়ে ছিল, তারা অগ্রগতির সঙ্গে কাজ করবে এবং দ্রুত সুরাহা মিলিবে বলেই আশা প্রকাশ করছেন একাংশ। বলা বাহুল্য, বর্ধমান বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরের মত জেলাগুলো উৎসশ্রী প্রকল্পের আবেদন পত্র ছাড়ার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই সেই ব্যাপারে দিনের বৈঠক থেকে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। স্বাভাবিক ভাবেই এর ফলে এবার দ্রুত জটিলতা মিটে যাওয়ার আশা তৈরি হয়েছে শিক্ষা মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!