এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরকারি কাজের গাফিলতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী !সভা থেকে দাওয়াই “কানমোলা” খাওয়ানোর !

সরকারি কাজের গাফিলতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী !সভা থেকে দাওয়াই “কানমোলা” খাওয়ানোর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   সামনেই পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট  করে জেলার প্রশাসনিক কাজ কর্মকে খতিয়ে দেখতে জেলা সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।  গত কাল পুরুলিয়াতে প্রশানিক সভার পরে আজ পাশের জেলা বাঁকুড়াতে প্রশানিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । আজ এই প্রশাসনিক বৈঠকে জেলায় সরকারি প্রকল্পগুলির কাজ কি অবস্থায় রয়েছে সে সম্পর্কে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের গতিবিধিও জানতে চান এদিনের সভা থেকে । আর এই  বৈঠকে কাজের গাফিলতা  উঠে আসতেই আমলা থেকে আধিকারিক সকলকে  রীতিমতো ধমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী  যদিও রেহাই মেলেনি জনপ্রতিনিধিদেরও ।

সুত্রের খবর এদিনের সভা থেকে বিভিন্ন দপ্তরের কাজ কত দিন আটকে রয়েছে, তার তালিকাও তৈরি করে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী সেই সাথে তিনি কড়া ভাষায় জানান  ‘‌আপনারা ওয়ার্ক অন প্রগ্রেস বললেই আমি মেনে নেব, সার্ভে করব না, এমনটা নয়। আমি কিন্তু সব নজরে রাখব। এগুলোর আগে কাজ শেষ করুন।’‌ এখানেই  না থেমে এদিন  জেলা পরিষদ ও পঞ্চায়েতকে একহাত নিলেন এবং  জেলাশাসকদের বললেন, ‘‌আপনারা দপ্তর থেকে কাজ করুন, ওরা টেন্ডার ডাকতে দেরি করে। ওরা নিজেদের লোকদের ছাড়া টেন্ডার দেয় না। ওদের হাতে কাজ দেবেন না। ওদের ইঞ্জিনিয়ার কম, ওদের লোক সংখ্যা কম, ওদের হাতে কাজ দেবেন না।’‌

প্রসঙ্গ উল্লেখ্য যে মুকুটমণিপুরে ২০১৭ সালে সাংস্কৃতিক ভবন তৈরির কথা ছিল। কিন্তু তারপর ৫ বছর পেরিয়ে গেলেও তা তৈরি হয়নি। শুধু এটাই নয় জেলাজুড়ে আরও বেশ কয়েকটি সরকারি প্রকল্পের কাজও থমকে থাকার অভিযোগ আসতেই এদিন প্রশাসনিক বৈঠকে সরকারি একাধিক প্রকল্পের কাজে ঢিলেমি নিয়ে প্রশাসনিক কর্তাদের কার্যত তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমাদের কানমোলা খাওয়া উচিত।’ সব মিলিয়ে এবারে মুখ্যমন্ত্রীর রাঢবঙ্গে জেলা সফরের পর আগামীতে জেলার কাজের গতিবিধি সহ গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের  ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!