এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি কর্মীদের বাঁশ দিয়ে পেটানোর নিদান, বিতর্কিত মন্তব্য হেভিওয়েট মন্ত্রীর!

সরকারি কর্মীদের বাঁশ দিয়ে পেটানোর নিদান, বিতর্কিত মন্তব্য হেভিওয়েট মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে চলে এলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রকাশ্য জনসভায় সরকারি আধিকারিকদের বাশ দিয়ে পেটানোর নিদান দিতে দেখা গেল তাকে। স্বাভাবিক ভাবেই একজন মন্ত্রীর গলায় সরকারি আধিকারিকদের মারধর করার কথা প্রকাশ্যে আসায় রীতিমত গুঞ্জন শুরু হয়েছে নানা মহলে।জানা গেছে, এদিন একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে এই রকম হুঁশিয়ারি মূলক বক্তব্য প্রদান করেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। যার নিন্দায় মুখর হয়েছে বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শনিবার বিহারের বেগুসরাইয়ে একটি জনসভায় বক্তব্য রাখতে যান গিরিরাজ সিং। আর সেখানেই কাজ না করলে সরাসরি সরকারি আধিকারিকদের বাঁশ দিয়ে পেটানোর নিদান দিতে দেখা যায় তাকে। এদিন তিনি বলেন, “যদি কেউ আপনাদের অভিযোগ না শোনে, তাহলে তাদের বাঁশের লাঠি দিয়ে মারুন। আমরা তাদের কোনো বেআইনি বা অবৈধ কাজ করতে বলছি না। কিন্তু আমরা কোনো আধিকারিকের বেআইনি কাজকেও সহ্য করব না।”

আর কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই রীতিমত সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অনেকেই বলতে শুরু করেছেন, একজন মন্ত্রীর মুখ থেকে এই ধরনের বক্তব্য কি সত্যিই কাম্য? সরকারি আধিকারিকরা যদি অন্যায্য কোনো কাজ করে থাকেন, তাহলে তার জন্য তাদের শাস্তি দেওয়া হতেই পারে। কিন্তু যেভাবে সেই সরকারি আধিকারিকদের কাজ না করলে বাশ দিয়ে পেটানো হবে বলে নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন একাংশ।

বিশ্লেষকদের মতে, সামনেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী যদি এই ধরনের বিতর্কিত মন্তব্য করতে শুরু করেন, তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো তাকে হাতিয়ার করে ময়দানে নামবে, এটাই স্বাভাবিক। অতীতেও বেশ কিছু মন্তব্য করে খবরের শিরোনামে আসতে দেখা গেছে গিরিরাজ সিংকে। আর এবার সরকারি আধিকারিকদের বাঁশ দিয়ে মারার নিদান দিয়ে রীতিমত শোরগোল ফেলে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!