এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সড়ক ব্যবস্থা নিয়ে মমতার ক্ষোভের পরেই পথ দুর্ঘটনায় নিহত হেভিওয়েট বিজেপি নেতা, শোকস্তব্ধ গেরুয়া শিবির!

সড়ক ব্যবস্থা নিয়ে মমতার ক্ষোভের পরেই পথ দুর্ঘটনায় নিহত হেভিওয়েট বিজেপি নেতা, শোকস্তব্ধ গেরুয়া শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি “ইয়াস” নামক দুর্যোগ রাজ্যের একাধিক ক্ষয়ক্ষতি সামনে এনেছে। অনেক বাঁধ যেমন ভেঙে গিয়েছে, ঠিক তেমনই অনেক রাস্তার জরাজীর্ণ দশা। আর এই পরিস্থিতিতে সম্প্রতি কেন রাস্তাঘাট এবং ব্রিজের এই অবস্থা, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই অবস্থায় এবার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির এক প্রাক্তন কাউন্সিলার সহ মোট তিনজন ব্যক্তি।

যে ঘটনায় ব্যাপক শোকের পরিবেশ তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। জানা গেছে, রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। যেখানে গাড়ির ভিতরে থাকা প্রাক্তন বিজেপি কাউন্সিলরসহ তিন জন ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

সূত্রের খবর, রবিবার রাতে ইসলামপুরের রামগঞ্জ ফাঁড়ির কাছে ভীমডাঙ্গী এলাকায় একটি ছোট গাড়িতে শিলিগুড়ি থেকে ইসলামপুরের দিকে আসছিলেন বিজেপি কাউন্সিলর অয়ন দত্ত সহ আরও দুই ব্যক্তি। কিন্তু হঠাৎ করে তাদের সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার জেরে একটা রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে সেই ছোট গাড়িটি। মুহুর্তের মধ্যে ছুটে আসেন গ্রামবাসীরা। আর এরপরই গাড়ি থেকে কোনোমতে বের করা হয় বিজেপির প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র সহ তার দুই সঙ্গীকে।

পরবর্তীতে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিজেপি কাউন্সিলর সহ আরও দুই জন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আর পথ দুর্ঘটনায় যেভাবে বিজেপির প্রাক্তন কাউন্সিলার সহ আরও দুইজন ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তাতে রীতিমত শোকের পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পথ নিরাপত্তা সপ্তাহ সহ একাধিক কর্মসূচি পালন করেছে। সেভ ড্রাইভ সেভ লাইফের মত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু তার পরেও মানুষের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়নি। তবে রায়গঞ্জ থেকে শুরু করে ইসলামপুর, করনদিঘী থেকে শুরু করে ডালখোলা, এই সমস্ত এলাকাতে মাঝেমধ্যেই বড় পথ দুর্ঘটনা হতে দেখা যায়। মাঝেমধ্যেই প্রাণ যায় বহু মানুষের। আর এবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা মারার কারনে প্রাণ চলে গেল বিজেপির প্রাক্তন কাউন্সিলর সহ দুই ব্যক্তির।

ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন এই প্রসঙ্গে ইসলামপুর পৌরসভার প্রশাসক তৃণমূলের কানাইলাল আগরওয়াল বলেন, “অয়নের ওই দুর্ঘটনা ভীষণ শোকাবহ। সাথে ছিলেন জয়গোপাল এবং দুলাল। যেভাবে তিন তিনটে প্রাণ পথ দুর্ঘটনায় চলে গেল, তাতে শোকব্যক্ত করার কোনো ভাষা নেই।” সব মিলিয়ে ইসলামপুরের পথ দুর্ঘটনা এক রাজনৈতিক ব্যক্তি সহ দুই সঙ্গীর প্রাণ কেড়ে নেওয়ায় বিজেপি সহ শোকাহত মৃতের পরিবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!