এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সৎবুদ্ধি হোক” বর্ষিয়ান তৃণমূল সাংসদকে পরামর্শ বিজেপি নেতার ! জেনে নিন কারণ !

“সৎবুদ্ধি হোক” বর্ষিয়ান তৃণমূল সাংসদকে পরামর্শ বিজেপি নেতার ! জেনে নিন কারণ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ঘটেই চলেছে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা। রামপুরহাটের পরেই হাঁসখালির গণধর্ষণ কাণ্ড নিয়ে যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃনমূল সাংসদ সৌগত রায়। যেখানে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে একটি ঘটনা ঘটলেও লজ্জার বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর তারপরেই তৃণমূল সাংসদের এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে শোরগোল। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে পাল্টা মন্তব্য করে সাড়া ফেলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “সৌগতবাবুর সৎ বুদ্ধি হোক। সৎসাহস ও সত্য বলার সাহস হোক। আসলে অনেককেই চোখ বন্ধ করে নিয়েছেন। যে পার্টিতে আছেন, বলা মুশকিল। তবে সত্য স্বীকার করা উচিত।” স্বভাবতই দিলীপ ঘোষ এই কথা বলে সৌগত রায়ের মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে ব্যাপক চাপে ফেলে দিলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!