এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিনোদন > সত্যিই কি অপয়া টাইটানিক, প্রি-ওয়েডিং ফটো শুটে ঘটে গেলো দুর্ঘটনা

সত্যিই কি অপয়া টাইটানিক, প্রি-ওয়েডিং ফটো শুটে ঘটে গেলো দুর্ঘটনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই দক্ষিণ ভারতে এক দম্পতিকে নিজেদের বিবাহের পোস্ট ওয়েডিং ফটোশুট করতে গিয়ে নেট জনতার কটাক্ষের শিকার হতে দেখা গিয়েছিল। তবে এবার বিবাহের আগেই নিজেদের প্রি ওয়েডিং ফটোশুট করার সময় প্রাণ হারানোর ঘটনা ঘটতে দেখা গেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুঃখের প্রকাশ করতে দেখা গেছে অনেককে।

বস্তুত, এখন বিবাহের আগের বা পরের মুহূর্তের ছবি তুলে রাখাটা নতুন ট্রেন্ড। তাই সেরকমই করার জন্য কাবেরী নদীতে যেতে দেখা গিয়েছিল দুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলা মানুষকে। আর সেই নদীর স্রোতেই তলিয়ে গেল দুটি প্রাণ। জানা গেছে, ২০ বছরের শশীকলার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ২৮ বছরের চন্দ্রুর। তারা দু’জনেই মাইসুরুর ক্যাথমারানহল্লির বাসিন্দা ছিলেন বলে জানা যায়।

আগামী ২২ নভেম্বর তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছিল। কিন্তু তার আগে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে তালাকাডু নামের এক স্থানে তাঁরা বেড়াতে যান। আর সেখানেই বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশুট শুরু হয় বলে জানা গেছে। নদীতে একটি ছোট ডিঙি নৌকাতেই তাই তাঁরা দুজন ভেসে পড়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও সাঁতার জানতেন না কেউই। কিন্তু তাও যৌবনের উন্মাদনায় তাঁরা ছুটে চলছিলেন। জানা গেছে, প্রথমে স্থানীয় এক রিসর্ট থেকে বড় নৌকা জোগাড় করার চেষ্টা করলেও ম্যানেজার জানান যে অতিথি ছাড়া অন্য কাউকে এই নৌকা দেওয়া হয় না। ফলত তাঁরা ছোট নৌকাই জোগাড় করেন।

আর এরপরই দুর্ঘটনা ঘটে যায়। জানা গেছে, নৌকায় বসে বসেই ‘টাইটানিক’ ছবির জ্যাক ও রোজের মতো দু’হাত দু’দিকে প্রসারিত করে ছবি তোলার ইচ্ছাপ্রকাশ করেন তাঁরা। আর তখনই ছোট নৌকাটি আচমকা উলটে যায়। মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেসে চলে যান ওই দু’জন। বস্তুত, দাঁড়িয়ে সেই দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তখন।

অন্যদিকে, তদন্তকারী পুলিশ অফিসারের থেকে জন্য গেছে, এই পুরো ঘটনাই ঘটে যায় তাঁদের বাবা-মা ও ঘনিষ্ঠ আত্মীয়দের চোখের সামনে। বস্তুত, তাঁরা নৌকায় চড়ে বসার পরেই জল বেশ গতিতে বইছে বলে দেখা যায়। আর সেখানে সদ্য বৃষ্টি হয়ে যাওয়া নদী জলে বেশ পরিপূর্ণ ছিল। ফলত আর তাদের রক্ষা করা যায়নি। যদিও পরে স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় দু’জনের দেহই পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!