“সত্যি সত্যি মার খেলে খুশি হতাম” শুভেন্দুর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদের! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য March 26, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেলগাছিয়ায় গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি ধস্তাধস্তিতে তার হাত দিয়ে রক্ত ঝরেছে বলে অভিযোগ করেন তিনি। আর সেই ঘটনাকেই সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে কটাক্ষ করে “সত্যি সত্যি মার খেলে খুশি হতাম” বলে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে কল্যাণবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “শুভেন্দু এক নম্বর ড্রামাবাজ লোক। ওকে কে মারবে? ৬০ খানা সিআইএসএফ ঘিরে থাকে। তারপরেও মারছে? নাটক করছে। এখন ওর বাজার খুব খারাপ। শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম।” আপনার মতামত জানান -