এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর হাত ধরে গরীবের বাড়ি বাড়ি পৌঁছে যাবে কেন্দ্রের ‘সৌভাগ্য’

মুখ্যমন্ত্রীর হাত ধরে গরীবের বাড়ি বাড়ি পৌঁছে যাবে কেন্দ্রের ‘সৌভাগ্য’


২৯ টি রাজ্য ও ৭ টি কেন্দ্র শাসিত অঞ্চল সমন্বয়ে গঠিত সমগ্র ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ কে গড়ে তুলতে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে  উন্নতি সাধনের উদ্দেশ্য তিনি নানা প্রকল্প ও পরিকল্পনা গ্রহণ করেছেন। আর সেই পরিকল্পনায় যুক্ত হলো আরো একটি প্রকল্প। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার গ্রামের গরিব মানুষদের বিনা পয়সা বিদ্যুতের আলোর উপযোগ দেওয়ার কথা ভেবে কেন্দ্রের সৌভাগ্য পরিকল্পনার বাস্তবায়নে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিদ্যুত্‍মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন সৌভাগ্য পরিকল্পনা খাতে ইতিমধ্যে ১৯২ কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শোভন বাবু এদিন সাংবাদিক বৈঠকে জানালেন, “, সম্প্রতি কেন্দ্রীয় সরকারে ‘সৌভাগ্য’ নামে একটি প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পে গ্রামীণ মানুষদের বিনা খরচে বিদ্যুত্‍ দেওয়া হবে। কেন্দ্র দেবে ৬০ শতাংশ টাকা। আর ৩০ শতাংশ টাকা দেবে রাজ্য। বাকি ১০ শতাংশ টাকা দিতে হবে বিদ্যুত্‍ বণ্টন সংস্থাকে। সৌর বিদ্যুত্‍ প্রকল্পের মতো বিকল্প উপায় অবলম্বন করে বিদ্যুতায়ন করার কথা ভাবা হচ্ছে ” এই প্রকল্প রূপায়নে কেন্দ্র একটি নজরকারা প্রস্তাব দিয়েছে। কেন্দ্র জানিয়েছে ২০১৮-র ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পারলে প্রকল্পের ৭৫ শতাংশ টাকা দেবে । আর সেই লক্ষ্যপূরণও করতে চাইছে রাজ্য সরকার। আপাতত স্থির হয়েছে, ২ লক্ষ ৫৩ হাজার গ্রাহককে ‘সৌভাগ্য’ প্রকল্পে বিদ্যুত্‍ পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, টাকার অভাবে বিদ্যুত্‍ নেননি দেড় লক্ষ গ্রাহক। আরও প্রায় তিন লক্ষ বাড়িতে নানা সমস্যার জন্য বিদ্যুত্‍ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এই নয়া প্রকল্পে তাঁদের মধ্যে ২ লক্ষ ৫৩ হাজার পরিবারে বিদ্যুত্‍ সংযোগ দেওয়া যাবে। বাকি দু-লক্ষের মতো পরিবারের বিদ্যুত্‍ সংযোগ দিতেও রাজ্য নয়া পরিকল্পনা গ্রহণ করতে চলেছে খুব শীঘ্রই। এ প্রসঙ্গে বিদ্যুত্‍ দফতর সূত্রে জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কয়েকটি দ্বীপাঞ্চল, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ের একটা বড় অংশে বিদ্যুত্‍ পৌঁছয়নি। আরও অন্যান্য জেলায় বিক্ষিপ্ত সমস্যা রয়েছে। সেইসব সমস্যা মিটিয়ে গোটা বাংলায় বিদ্যুত্‍ ব্যবস্থা পৌঁছে দিতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!