সৌজন্যের রাজনীতি, প্রাক্তন বাম বিধায়ককে দেখেই জড়িয়ে ধরলেন তৃণমূল বিধায়ক! তৃণমূল বামফ্রন্ট রাজনীতি রাজ্য November 22, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজনীতিতে এখন সৌজন্যতা প্রায় হারিয়ে গেছে। প্রতিপক্ষের কোনো নেতার সঙ্গে দেখা হলে শাসকের কোনো নেতা কথা বলা তো দূরের কথা, বরঞ্চ তাকে কটুক্তি যত বেশি করা যায়, সেই পথেই হাঁটেন। বর্তমান বঙ্গ রাজনীতি এভাবেই কলুষিত হচ্ছে বলেই দাবি করেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। কিন্তু এবার সেই বাংলায় দেখা গেল এক অন্য চিত্র। যেখানে সিপিএমের প্রাক্তন বিধায়ককে দেখে নিজের গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে এসে তার সঙ্গে কুশল বিনিময় করলেন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, এদিন পাণ্ডবেশ্বরের চনচনি এলাকায় বামেদের চাঁদা আদায় কর্মসূচি ছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তিনি যখন এই কর্মসূচিতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই তার সামনে এসে থামে পাণ্ডবেশ্বরের বর্তমান তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গাড়ি। বাইরে বেরিয়ে এসে নরেনবাবু প্রাক্তন বাম বিধায়কের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি দীর্ঘক্ষন দুজনের মধ্যে কথা হয় বলেও খবর পাওয়া যাচ্ছে। দুজনেই এই গোটা বিষয়কে সৌজন্যতা বলেই দাবি করেছেন। আপনার মতামত জানান -