এখন পড়ছেন
হোম > জাতীয় > সৌজন্য সাক্ষাতের মোড়কে রাখা হলেও, হঠাৎ করে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রকৃত কারণ কি?

সৌজন্য সাক্ষাতের মোড়কে রাখা হলেও, হঠাৎ করে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রকৃত কারণ কি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর পদে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর গতকাল দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সাক্ষাৎ করেছিলেন কলাইকুন্ডাতে। এরপর গতকালের সাক্ষাতকে সৌজন্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল প্রায় পৌনে এক ঘণ্টা ধরে তাঁদের বৈঠক চলে। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। যথেষ্ট পরিমাণে ভ্যাকসিনের যোগান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি। এছাড়া বেঙ্গল থেকে রাজ্যের নাম বাংলা করার প্রস্তাবের কথা তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে বলেই, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বক্তব্যের বিষয়টি গণমাধ্যমে জানাননি মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটা তাঁর বলা উচিত নয়।

আবার, রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে শুধুমাত্র সৌজন্য রক্ষা করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী? এই সরলীকরণটি অনেকেই মেনে নিতে ইচ্ছুক নন। অনেকেই মনে করছেন যে, তাঁদের এই সাক্ষাৎ এর মূল বিষয় হলো রাজনীতি। সাম্প্রতিক পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপির সঙ্ঘাত চরমে পৌঁছে গেছে বলা যায়। তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার বিস্ফোরক অভিযোগ রয়েছে বিজেপির। বিজেপি এক্ষেত্রে হাতিয়ার করেছে মানবাধিকার কমিশনের রিপোর্টকে। যদিও তৃণমূলের কটাক্ষ, এই রিপোর্টে বিজেপির প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। আবার পেগাসাস ইস্যু নিয়ে তৃণমূল ও বিজেপির বিরোধ চরমে উঠেছে। পেগাসাস কাণ্ডের তদন্ত করতে তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী দুজন প্রাক্তন বিচারপতিকে নিয়ে। বিজেপির পক্ষ থেকে এই কমিশন গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এদিকে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর অন্যতম বিরোধী মুখ হয়ে দাঁড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা সম্ভাবনা দিনে দিনে জোরালো হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দুই প্রবল বিরোধী প্রতিপক্ষের সাক্ষাৎ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। এই বৈঠকে একে অপরের শক্তি পরীক্ষা করে যেমন দেখতে পারেন, অন্যদিকে তেমনি নিজেদের দুর্বলতার সন্ধান করে, তা দূর করার প্রচেষ্টাও করতে পারেন। তাই সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলা চলে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর এই বৈঠক। গতকাল সাউথ এভিনিউর বাংলোয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!