এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > সোমেন মিত্রের বাড়ির সামনে মমতা, করলেন নয়া আবেদন!

সোমেন মিত্রের বাড়ির সামনে মমতা, করলেন নয়া আবেদন!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় সোমেন মিত্রের সঙ্গে একসঙ্গে রাজনীতি শুরু করেছিলেন তিনি। সুব্রত মুখোপাধ্যায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়ে এগিয়ে দিয়েছিলেন রাজনীতিতে, ঠিক তেমনই সোমেন মিত্র তার বিরোধী গোষ্ঠীর নেতা হলেও, একদলের হওয়ার সুবাদে তার কাছ থেকে মাঝেমধ্যেই পরামর্শ পেয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় সৌমেন মিত্র তৃণমূল কংগ্রেসের থাকলেও পরবর্তীতে তার মোহভঙ্গ ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্গ ত্যাগ করে আবার কংগ্রেসে যোগদান করেন তিনি।

এমনকি পরবর্তীতে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বও পান সোমেনবাবু। শুধু তাই নয়, প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অর্থ্যাৎ কংগ্রেসের নেতা হিসেবে নিজের শেষ যাত্রায় ধাবিত হয়েছিলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। কিন্তু এবার পঞ্চম দফার নির্বাচনের আগে রোড শো চলাকালীন সেই সোমেন মিত্রের বাড়ির কাছে উপস্থিত হয়ে প্রয়াত কংগ্রেস নেতার কথা তুলে ধরে তার সমর্থকদের তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার বেলেঘাটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রোড শো শুরু করেন। যেখানে সোমেন মিত্রের বাড়ির সামনে এসেসে ই রোড শো থামে। আর সেখানেই তৃণমূল নেত্রী বলেন, “সোমেনদা একসময় আমাদের সঙ্গে ছিলেন। আমাদের কাছের মানুষ। তাই তার সমর্থকদের বলব, এবার আমাদের ভোট দিন।” অর্থাৎ বিজেপির চাপে যখন তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও ব্যাকফুটে, তখন বামপন্থী এবং কংগ্রেসী মানুষদের ভোট যাতে নিজেদের দিকে আসে, তার জন্য চেষ্টা শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আর সেই কারণেই তৃণমূলের প্রাক্তন নেতা প্রয়াত প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের অনুগামীরা যাতে এবার তৃণমূল কংগ্রেসে সমর্থন করেন, তার জন্য তার বাড়ির পাশে উপস্থিত হয়ে রোড শো থেকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কংগ্রেসের ভোট নিজের দিকে টেনে বিজেপিকে চাপে ফেলে দেওয়ার সুকৌশলী চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, গত লোকসভা নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে যাওয়ার কারণেই তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও চাপে পড়েছিল। বিজেপি অভূতপূর্ব ফলাফল করেছিল বাংলায়। তবে এবার যাতে বামেদের ভোট বিজেপিতে না যায়, তার জন্য বাম সহ কংগ্রেস দলের কাছে আবেদন করেছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে বারবার তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে সাম্প্রদায়িক শক্তি হিসেবে বিজেপিকে অভিহিত করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সকলকে এককাট্টা হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি বিভিন্ন সভা থেকে বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতাকর্মীরা যাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, তার জন্য আবেদন করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্রের বাড়ির পাশে উপস্থিত হয়ে তার অনুগামীদের ভোট যাতে তৃণমূলে পড়ে, সেই ব্যাপারটি নিশ্চিত করতে উদ্যত হলেন তৃণমূল নেত্রী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সোমেন মিত্রের কথা তুলে ধরে এই ধরনের বার্তা কার্যত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!