এখন পড়ছেন
হোম > রাজ্য > সৌমিত্র থেকে রন্তিদেব – একঝাঁক বুদ্ধিজীবীকে দলমত নির্বিশেষে একমঞ্চে আমন্ত্রণ বিজেপির

সৌমিত্র থেকে রন্তিদেব – একঝাঁক বুদ্ধিজীবীকে দলমত নির্বিশেষে একমঞ্চে আমন্ত্রণ বিজেপির

রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে বিজেপি মনোভাবাপন্ন পশ্চিমবঙ্গ সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষা মঞ্চ সুশীল সমাজকে একত্রিত হতে আহ্বান জানালেন। আগামী ২৬শে মে ধর্মতলায়  দলমত নির্বিশেষে বাংলার বুদ্ধিজীবীদের এক মঞ্চে একত্রিত হওয়ার আহ্বান জানানোর পরিকল্পনা এই সংগঠনের। জাতি, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ প্রভৃতিকে দূরে সরিয়ে কেবলমাত্র গণতন্ত্র বিনষ্টকারীদের বিরুদ্ধে সরব হওয়াই এই প্রতিবাদ কর্মসূচীর একমাত্র উদ্দেশ্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রতিবাদ সভার আহ্বায়কদের থেকে জানা গেছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, প্রাক্তন পুলিশকর্তা আর কে হান্ডা, অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়, পুলকিতা ঘোষ, পাপিয়া অধিকারি সহ আরও অনেক বিশিষ্ট জনকেই এদিনের প্রতিবাদ কর্মসূচী আমন্ত্রনের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য রাজ্যে সদ্য সমাপ্ত নবম পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে বিচ্ছিন্ন সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে এরমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদে সামিল হয়েছেন। এমনকি নির্বাচনের আগেও বিভিন্ন বিষয়ে পথে নেমে প্রতিবাদ করেছেন অনেক কবি -সাহিত্যিক এবং বুদ্ধিজীবিরা। আর এখন রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় এবং , গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দাবিতে পশ্চিমবঙ্গ সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষা মঞ্চ বুদ্ধিজীবীদের এই প্রতিবাদ কর্মসূচীতে সামিল করতে চলেছে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষা মঞ্চের মূল উদ্যোক্তা ইন্দ্রজিত্‍ সিনহা বললেন, ”গণতন্ত্রকে বাঁচাতে আমরা সমস্ত বুদ্ধিজীবীকে এই মঞ্চে আমন্ত্রণ জানাব। এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। রাজ্যের অস্তিত্ব রক্ষা ও কল্যাণের স্বার্থে এই সভা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!