এখন পড়ছেন
হোম > রাজ্য > সৌমিত্রকে সামনে রেখে বিজেপিতে নতুন করে বাড়ছে দিলীপ-মুকুল দ্বন্দ্ব? নতুন পদক্ষেপে জল্পনা!

সৌমিত্রকে সামনে রেখে বিজেপিতে নতুন করে বাড়ছে দিলীপ-মুকুল দ্বন্দ্ব? নতুন পদক্ষেপে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা ভোটের রূপরেখা নির্মাণ করতে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্যে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। আর এই বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে বেশকিছু বিষয়ে মতান্তর দেখা দিয়েছিল। জনৈক প্রভাবশালী বিজেপি নেতা দাবি করেছিলেন, বঙ্গ বিজেপি মাত্র দু একজনের অঙ্গুলিহেলনে চলে। দলের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এঁরাই। আর বাদবাকি নেতারা দলের শোভাবর্ধন করেন মাত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায়ের ব্যাপারে বেশ কিছু বিষয়ে মতভেদ ঘটেছিল। তাদের মধ্যে বিরোধ মেটাতে শেষ পর্যন্ত রাজ্যে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, জেপি নাড্ডার সম্মিলিত প্রচেষ্টায় বিজেপি দলের অন্তর্দ্বন্দ্ব তখনকার মত রোধ করা গিয়েছিল।

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খানের মধ্যে বেশ কিছু ব্যাপার নিয়ে বিরোধ শুরু হলো। বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ জেলা যুব সভাপতির নাম ঘোষণা করে একটি তালিকা পাঠিয়েছিলেন গত শুক্রবার। এই তালিকা পাঠানোর ১ দিনের মধ্যে গতকাল শনিবার তালিকাটি বাতিল করে দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এই তালিকা বাতিল নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে বিজেপি বন্দরে।

অভিযোগ উঠেছে সৌমিত্র খাঁ নিজের পছন্দের বেশ কিছু লোক কে প্রাধান্য দিয়েছেন এই তালিকায়। এ কারণেই সৌমিত্র খাঁর দেওয়া তালিকা নিয়ে দেখা দিয়েছে বিক্ষভ। অভিযোগ উঠেছে, নিজে একতরফা ভাবে এই তালিকাটি করেছেন। এছাড়া এই তালিকায় ১৫ টি জেলার যুব মোর্চার সভাপতি বদল নিয়েও উঠেছে যথেষ্ট বিতর্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষপর্যন্ত সৌমিত্র খানের দেওয়ায় তালিকা বাতিল করে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও সৌমিত্র খান এই তালিকা চূড়ান্ত তালিকা ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে রাজ্য সভাপতি জানান, ইতিমধ্যে বিজেপির যুব রাজ্য কমিটিই যেখানে তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি, সেখানে যুব সভাপতির নাম চূড়ান্ত করার যুক্তি কি? কিকোরেই বা ঠিক করা হলো জেলার যুব সভাপতিদের নাম?

প্রসঙ্গত সৌমিত্র খাঁ বিজেপি নেতা মুকুল রায় এর অনুগামী নেতা। মুকুল রায়ের নির্দেশেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। পরবর্তীতে সাংসদ হয়েছেন এবং সেইসঙ্গে সম্প্রতি বিজেপির যুব মোর্চার সভাপতিও তিনিই। অভিযোগ উঠেছে বিজেপি দলে নেতা মুকুল রায় ও তার অনুগামীরা শুধুমাত্র পদটুকুই, দলের প্রকৃত কোনো ক্ষমতাই তাতে তাদের হাতে নেই। রাজ্য সভাপতি কতৃক সৌমিত্র খানের এই তালিকা বাতিল এর ঘটনাটি বিজেপি রাজ্য সভাপতির একছত্র ক্ষমতার দিকেই অঙ্গুলিনির্দেশ করছে।

প্রসঙ্গত, দিলীপ ঘোষ ও সৌমিত্র খাঁ এর সম্পর্ক অনেকটা শীতলতায় পৌঁছেছে। এ কারণেই তাদের মধ্যে এতটা মতভেদ দেখা গেল। গতকাল শনিবার দুপুরে বিজেপির রাজ্য সভাপতি বিশেষ বৈঠকে এই তালিকাটি বাতিল করে দেন। বিজেপির এক পক্ষের দাবি, জেলা যুব সভাপতির এই তালিকা তৈরি করে তা নিয়ে রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন সৌমিত্র খাঁ। বিজেপি দলের অপর অংশের দাবি, রাজ্য সভাপতিই যুব সভাপতিকে তলব করেছিলেন। তবে যুব সভাপতি নিজে না উপস্থিত হয়ে তালিকাটি পাঠিয়ে দিয়েছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!